AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Serena Williams : ৪১ বছর বয়সে অন্তঃসত্ত্বা! দ্বিতীয় সন্তানের অপেক্ষায় সেরেনা

বরাবরই ছকভাঙা তিনি। মেয়ে অলিম্পিয়া গর্ভে থাকাকালীন অস্ট্রেলিয়ান ওপেন জিতে হইচই ফেলে দিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। ৪১ বছর বয়সে ফের একবার সন্তানের জন্ম দিতে চলেছেন টেনিস কিংবদন্তি।

| Edited By: | Updated on: Aug 08, 2023 | 2:18 PM
Share
অন্তঃসত্ত্বা সেরেনা উইলিয়ামস! হ্যাঁ, ৪১ বছর বয়সে দ্বিতীয় বার সন্তানের মা হতে চলেছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

অন্তঃসত্ত্বা সেরেনা উইলিয়ামস! হ্যাঁ, ৪১ বছর বয়সে দ্বিতীয় বার সন্তানের মা হতে চলেছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 8
সেরেনার প্রথম সন্তান অলিম্পিয়ার বয়স ৫ বছর। চলতি বছরের শেষের দিকে পৃথিবীর আলো দেখবে সেরেনা ও অ্যালেক্সিস ওহানিয়ানের দ্বিতীয় সন্তান। (ছবি: ইনস্টাগ্রাম)

সেরেনার প্রথম সন্তান অলিম্পিয়ার বয়স ৫ বছর। চলতি বছরের শেষের দিকে পৃথিবীর আলো দেখবে সেরেনা ও অ্যালেক্সিস ওহানিয়ানের দ্বিতীয় সন্তান। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 8
মেট গালার মঞ্চে চলতি বছরের মে মাসেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন সেরেনা। গুচির ব্ল্যাক গাউনে বেবি বাম্প স্পষ্ট। (ছবি: ইনস্টাগ্রাম)

মেট গালার মঞ্চে চলতি বছরের মে মাসেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন সেরেনা। গুচির ব্ল্যাক গাউনে বেবি বাম্প স্পষ্ট। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 8
প্রায়ই বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের স্বাস্থ্যের আপডেট দেন টেনিস কুইন। (ছবি: ইনস্টাগ্রাম)

প্রায়ই বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের স্বাস্থ্যের আপডেট দেন টেনিস কুইন। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 8
৭ অগস্ট গুচি ব্র্যান্ডের সবুজ আউটফিটে ধরা দেন সেরেনা। চোখে মুখে তাঁর প্রেগন্যান্সি গ্লো। (ছবি: ইনস্টাগ্রাম)

৭ অগস্ট গুচি ব্র্যান্ডের সবুজ আউটফিটে ধরা দেন সেরেনা। চোখে মুখে তাঁর প্রেগন্যান্সি গ্লো। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 8
স্বামী অ্যালেক্সিস ও মেয়ে অলিম্পিয়াকে নিয়ে কিছুদিন আগেই আসন্ন সন্তানের লিঙ্গ পরিচয় ফাঁস করেছেন সেরেনা। (ছবি: ইনস্টাগ্রাম)

স্বামী অ্যালেক্সিস ও মেয়ে অলিম্পিয়াকে নিয়ে কিছুদিন আগেই আসন্ন সন্তানের লিঙ্গ পরিচয় ফাঁস করেছেন সেরেনা। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 8
ইনস্টাগ্রামের পোস্ট করা ওই ভিডিয়ো বলছে, সেরেনার কোল আলো করে আসছে কন্যাসন্তান। (ছবি: ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামের পোস্ট করা ওই ভিডিয়ো বলছে, সেরেনার কোল আলো করে আসছে কন্যাসন্তান। (ছবি: ইনস্টাগ্রাম)

7 / 8
টেনিস জগতে উইলিয়ামস বোনেরা রাজত্ব চালিয়েছেন বহু বছর ধরে। এ বার কি উইলিয়ামস-ওহানিয়ান বোনেদের পালা? সময়ই বলবে। (ছবি: ইনস্টাগ্রাম)

টেনিস জগতে উইলিয়ামস বোনেরা রাজত্ব চালিয়েছেন বহু বছর ধরে। এ বার কি উইলিয়ামস-ওহানিয়ান বোনেদের পালা? সময়ই বলবে। (ছবি: ইনস্টাগ্রাম)

8 / 8