কলকাতা : তিনি নিজেও একজন কুস্তিগির। একইসঙ্গে কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং মামলার প্রধান সাক্ষী। অনিতা শিওরান নামে সেই মহিলা এ বার কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের দৌড়ে নাম লেখালেন। কুস্তি সংস্থার প্রধানের পদে নির্বাচন রয়েছে ১২ অগস্ট। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২০১০ সালের নয়াদিল্লি কমনওয়েলথ গেমসের গোল্ড মেডেলিস্ট অনিতা সেদিনই নমিনেশন জমা করেছেন। সফল হলে অনিতাই হবেন দেশের এই প্রাচীন খেলাটির ফেডারেশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট। দেশের মহিলা কুস্তিগিররা বিশ্বজুড়ে দেশের নাম উঁচু করলেও এই খেলা নিয়ে এতদিন যাবতীয় সিদ্ধান্ত নিয়ে এসেছেন পুরুষরাই। অনিতা সফল হলে দেশের কুস্তি সংস্থায় (WFI) যে ঐতিহাসিক পরিবর্তন হবে তাতে সন্দেহ নেই।বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
৫০ জনের ভোটার এবং ক্যান্ডিডেট লিস্টে অনিতা শিওরান হলেন একমাত্র মহিলা। এমনকী এই ঐতিহাসিক কুস্তি সংস্থার নির্বাচনে তিনিই একমাত্র মহিলা। ৩৮ বছরের অনিতার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হবে অলিম্পিয়ান জয় প্রকাশ যিনি দিল্লি রেসলিং অ্যাসোসিয়েশনের প্রধান। এছাড়া রয়েছেন ব্রিজভূষণের দল থেকে উত্তরপ্রদেশের সঞ্জয় সিং ভোলা। এই দুই ক্যান্ডিডেটের সঙ্গে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের ইতিহাস জড়িয়ে রয়েছে। গত সপ্তাহে শুনানির পর কুস্তি সংস্থার প্রাক্তন প্রধানকে জামিন দেয় দিল্লি আদালত। সোমবার ব্রিজভূষণ গোষ্ঠীর পক্ষ থেকে রাজধানীতে সভা ডাকা হয়েছিল। যেখানে জানানো হয়েছে ২৫টি স্টেট ইউনিটের মধ্যে কমপক্ষে ২০টি তাদের সমর্থন করবে। জয়প্রকাশ বলেছেন, “আমরা নিশ্চিত যে সফল হতে পারব। আগামী দিনে প্রধান পদের জন্য চূড়ান্ত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত সর্বসম্মত হবে।”
অন্যদিকে, অনিতা শিওরান হলেন বিরোধী প্যানেলের প্রধান। তাঁর দিকে প্রতিবাদকারী কুস্তিগিরদের সমর্থন রয়েছে বলে গুঞ্জন। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পক্ষে সাক্ষী দিয়েছিলেন অনিতা। এ বার ভারতীয় কুস্তিতে ঐতিহাসিক পরিবর্তন ঘটানোর দৌড়ে সামিল হলেন তিনি।