India vs Pakistan: মধ্য রাতে চেন্নাইতে পৌঁছে গেল পাকিস্তান টিম

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 02, 2023 | 12:37 AM

India vs Pakistan Rivalry: ২০১৩ সাল অবধি বছরে এক বার হত এই টুর্নামেন্ট। ২০১৬ থেকে দু-বছরে এক বার হয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ও পাকিস্তান তিন বার করে চ্যাম্পিয়ন হয়েছে। গত সংস্করণের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।

India vs Pakistan: মধ্য রাতে চেন্নাইতে পৌঁছে গেল পাকিস্তান টিম
Image Credit source: Twitter

Follow Us

কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসর বসেছিল ভারতে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। এর পর এমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে দু-বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে জিতেছিল ভারত। ফাইনালে ভারতকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এ বার হকির পালা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ম্যাচটি হবে চেন্নাইতে। মঙ্গলবার রাতে ভারতে পৌঁছে গেল পাকিস্তান টিম। তাদের স্বাগত জানানোর ক্ষেত্রে সৌজন্যতায় কোনও ত্রুটি রাখেনি উদ্যোক্তারা। আতারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছয় পাকিস্তান। এরপর বিমানে চেন্নাই। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ অগস্ট চেন্নাইয়ে হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

মঙ্গলবার সকালেই চেন্নাই পৌঁছে গিয়েছেন হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল। এগমোরের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে অনুশীলন সারবে ভারতীয় দল। এই মাঠেই হবে টুর্নামেন্টের ম্যাচগুলি। বৃহস্পতিবার ভারতের প্রথম প্রতিপক্ষ চীন। আজ বুধবার এই স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। পাকিস্তান দলও অনুশীলন শুরু করবে একই দিনে। ২০১০ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়। তখন শুধুমাত্র মেয়েদের হকিতে এই টুর্নামেন্ট ছিল। সেই টুর্নামেন্ট সাফল্য পাওয়ায় পরের বছর থেকে পুরুষদের টুর্নমেন্ট শুরু হয়। এশিয়ার সেরা ছ’টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা।

তবে ২০১৩ সাল অবধি বছরে এক বার হত এই টুর্নামেন্ট। ২০১৬ থেকে দু-বছরে এক বার হয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ও পাকিস্তান তিন বার করে চ্যাম্পিয়ন হয়েছে। গত সংস্করণের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।

Next Article