Khelo India Games Live: ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুভ সূচনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 24, 2022 | 7:54 PM

Khelo India University Games Live Updates: আজ ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুভ সূচনা।

Khelo India Games Live: ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুভ সূচনা
খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস
Image Credit source: Khelo India Twitter

Follow Us

বেঙ্গালুরু: আজ, রবিবার শুরু হল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস (Khelo India University Games)। বেঙ্গালুরুতে (Bengaluru) ৩ মে অবধি চলবে এই প্রতিযোগিতা। সারা দেশের বিভিন্ন প্রান্তের অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। আজই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খেলো ইন্ডিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হল। যেখানে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এছাড়াও হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur), কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও সেখানকার রাজ্যপাল ঠাওর চাঁদ গেহলট। ১৮৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে। মোট ৪ হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবেন ২০টি ইভেন্টে। কান্তিরাভা স্টেডিয়ামের কমপ্লেক্সেই হবে অ্যাথলেটিক্স ও বাস্কেটবল। বেঙ্গালুরুর সাই কমপ্লেক্সে হবে শুটিং। হকির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কারিয়াপ্পা স্টেডিয়ামে। করোনার কারণে গত বছর এই টুর্নামেন্টটি হয়নি।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Apr 2022 06:50 PM (IST)

    Khelo India University Games Live Updates: খেলো ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মালখাম্ব প্রদর্শন

    খেলো ইন্ডিয়ার মঞ্চে মালখাম্ব প্রদর্শন।

  • 24 Apr 2022 06:15 PM (IST)

    Khelo India University Games Live Updates: খেলো ইন্ডিয়াতে এ বছর নতুন দুই ইভেন্টের সংযুক্তিকরণ

    এ বারের খেলো ইন্ডিয়াতে সংযুক্ত হয়েছে মালখাম্ব ও যোগাসন।


  • 24 Apr 2022 05:21 PM (IST)

    Khelo India University Games Live Updates: খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস নিয়ে মোদীর বক্তব্য

    ‘বেঙ্গালুরু শহরে এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস অনুষ্ঠিত হচ্ছে, যা এই শহরের সৌন্দর্য্য আরও বাড়াবে’- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস নিয়ে কী বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুনুন বিস্তারিত…

  • 24 Apr 2022 04:42 PM (IST)

    Khelo India University Games Live Updates: খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি

    চলছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।

  • 24 Apr 2022 04:32 PM (IST)

    Khelo India University Games Live Updates: উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক

    কান্তিরাভা স্টেডিয়াম সেজে উঠেছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য।

  • 24 Apr 2022 04:14 PM (IST)

    Khelo India University Games Live Updates: উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিদের আপ্যায়ন করা হচ্ছে

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিদের সকলকে একে একে আপ্যায়ন করা হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিদের আপ্যায়ন করা হচ্ছে (ছবি-ডিডি স্পোর্টস ইউটিউব স্ক্রিনগ্যাব)

  • 24 Apr 2022 04:07 PM (IST)

    Khelo India University Games Live Updates: খেলো ইন্ডিয়া-তে গ্রিন গেমস

    • শুরু হয়ে গিয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।
    • উপস্থিত রয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
    • উদ্বোধনী অনুষ্ঠানে নাইডু ছাড়াও হাজির হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও সেখানকার রাজ্যপাল ঠাওর চাঁদ গেহলট।
    • এ বারের টুর্নামেন্টে গ্রিন গেমস থাকছে।
    • ইভেন্টে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহৃত হবে।
  • 24 Apr 2022 04:01 PM (IST)

    Khelo India University Games Live Updates: প্রতিযোগী, ইভেন্ট, পদকসংখ্যা জেনে নিন

    ১৮৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে। মোট ৪ হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবেন ২০টি ইভেন্টে। মোট ২০টি ইভেন্ট রয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে। যেখান থেকে ২৫৭টি স্বর্ণপদক পাবেন অ্যাথলিটরা।

  • 24 Apr 2022 03:43 PM (IST)

    Khelo India University Games Live Updates: মহাসমারোহে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট

    করোনার কারণে, ২০২০ সালের পর ২০২১ সালে এই টুর্নামেন্ট আয়োজিত হয়নি। আজ থেকে শুরু হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১।

  • 24 Apr 2022 03:35 PM (IST)

    Khelo India University Games Live Updates: টুর্নামেন্টের প্রতিযোগীদের সঙ্গে মধ্যাহ্ণভোজন সারলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের প্রতিযোগীদের সঙ্গে মধ্যাহ্ণভোজন সারলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

  • 24 Apr 2022 03:32 PM (IST)

    Khelo India University Games Live Updates: আজ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুভ সূচনা

    বিকেল ৪টে নাগাদ শুরু হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠান।