Khelo India University Games: ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে আজ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুভ সূচনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 24, 2022 | 4:02 PM

বেঙ্গালুরুতে (Bengaliuru) ১০ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।

Khelo India University Games: ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে আজ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুভ সূচনা
Khelo India University Games: ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শুভ সূচনা
Image Credit source: Khelo India Twitter

Follow Us

বেঙ্গালুরু: আজ, রবিবার থেকে শুরু হতে চলেছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস (Khelo India University Games)। বেঙ্গালুরুতে (Bengaluru) ১০ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। সারা দেশের অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। আজই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খেলো ইন্ডিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। যেখানে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি (Vice President) ভেঙ্কাইয়া নাইডু। এছাড়াও হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur), কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও সেখানকার রাজ্যপাল ঠাওর চাঁদ গেহলট।

১৮৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে। মোট ৪ হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবেন ২০টি ইভেন্টে। কান্তিরাভা স্টেডিয়ামের কমপ্লেক্সেই হবে অ্যাথলেটিক্স ও বাস্কেটবল। বেঙ্গালুরুর সাই কমপ্লেক্সে হবে শুটিং। হকির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কারিয়াপ্পা স্টেডিয়ামে। করোনার কারণে গত বছর এই টুর্নামেন্টটি হয়নি।

কোন কোন খেলাধুলা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের অন্তর্ভুক্ত?

মোট ২০টি ইভেন্ট রয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে। যেখান থেকে ২৫৭টি স্বর্ণপদক পাবেন অ্যাথলিটরা। তিরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ফেন্সিং, ফুটবল, ফিল্ড হকি, জুডো, কাবাডি, শুটিং, সাঁতার, টেনিস, টেবিল টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, ক্যারাটে, যোগাসন এবং মালখাম্ব এই টুর্নামেন্টের অন্তর্ভুক্ত।

টুর্নামেন্টের ইভেন্টগুলো কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের জন্য বেঙ্গালুরুতে পাঁচটি ভেন্যু ঠিক করা হয়েছে। সেগুলি হল –

  1. জৈন গ্লোবাল ইউনিভার্সিটি ক্যাম্পাস (১১টি ইভেন্ট এখানে হবে)।
  2. জৈন স্পোর্টস স্কুল (ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল ও টেবল টেনিস এখানে হবে)।
  3. কান্তিরাভা স্টেডিয়াম (বাস্কেটবল ও অ্যাথলেটিক্স)।
  4. ফিল্ড মার্শাল কারিয়াপ্পা হকি স্টেডিয়াম (হকি)
  5. স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স (শুটিং)।

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আয়োজনে কত খরচ হচ্ছে?

খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে জন্য মোট ৫২ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। যার মধ্যে ৩৫ কোটি টাকা ক্রীড়া মন্ত্রক বহন করবে।

আরও পড়ুন: Sachin Tendulkar Birthday: আজ ৪৯-এ পা ক্রিকেট ধর্মের দেশে একমাত্র ঈশ্বরের

আরও পড়ুন: IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে প্লে অফের ২ ম্যাচে থাকবে হাউসফুল গ্যালারি

আরও পড়ুন: IPL 2022 Points Table: আরসিবিকে হারিয়ে লিগ টেবলে বড়সড় লাফ সানরাইজার্স হায়দরাবাদের

 

Next Article