Sachin Tendulkar Birthday: আজ ৪৯-এ পা ক্রিকেট ধর্মের দেশে একমাত্র ঈশ্বরের

আজ ২৪ এপ্রিল। আজকের দিনটা ক্রিকেট বিশ্বের কাছে বিশেষ স্মরণীয়। কারণ আজকের দিনেই জন্মেছিলেন এক কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ৪৮টা বসন্ত পেরিয়ে এসে আজ ৪৯-এ পা দিলেন মাস্টার ব্লাস্টার। ২৫ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে যিনি গড়েছিলেন একের পর এক রেকর্ড। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সচিনের ঝুলিতে এমন অনেক রেকর্ড রয়েছে, যা এখনও কেউ ভাঙতেই পারেননি। মাস্টার ব্লাস্টারের জন্মদিনে দেখে নিন তাঁর কিছু ঘটনা...

| Edited By: | Updated on: Apr 24, 2022 | 1:35 PM
বাবা রমেশ তেন্ডুলকর সচিন দেব বর্মণের ভক্ত, সেই অনুরাগ থেকেই ছোট ছেলের নাম রাখেন সচিন। ১৯৮৭ সালে ওয়াংখেড়েতে বিশ্বকাপের একটি ম্যাচে সচিন বল বয় হিসেবে অংশ নিয়েছিলেন। ১৯৮৭ সালে ফাস্ট বোলারদের অডিশনে সচিনকে বাদ দিয়েছিলেন ডেনিস লিলি।

বাবা রমেশ তেন্ডুলকর সচিন দেব বর্মণের ভক্ত, সেই অনুরাগ থেকেই ছোট ছেলের নাম রাখেন সচিন। ১৯৮৭ সালে ওয়াংখেড়েতে বিশ্বকাপের একটি ম্যাচে সচিন বল বয় হিসেবে অংশ নিয়েছিলেন। ১৯৮৭ সালে ফাস্ট বোলারদের অডিশনে সচিনকে বাদ দিয়েছিলেন ডেনিস লিলি।

1 / 5
১৯৮৮ সালে একটি প্র্যাক্টিস ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছিলেন সচিন। রঞ্জি, দলীপ ও ইরানি ট্রফির অভিষেকে পরপর শতরানের মালিক। মাত্র ১৬ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় সচিনের।

১৯৮৮ সালে একটি প্র্যাক্টিস ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছিলেন সচিন। রঞ্জি, দলীপ ও ইরানি ট্রফির অভিষেকে পরপর শতরানের মালিক। মাত্র ১৬ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় সচিনের।

2 / 5
পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচে সুনীল গাওস্করের উপহার দেওয়া প্যাড পরে খেলেছিলেন সচিন তেন্ডুলকর। ভারতের একমাত্র ক্রিকেটার যিনি রাজ্যসভার সাংসদ।

পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ম্যাচে সুনীল গাওস্করের উপহার দেওয়া প্যাড পরে খেলেছিলেন সচিন তেন্ডুলকর। ভারতের একমাত্র ক্রিকেটার যিনি রাজ্যসভার সাংসদ।

3 / 5
শ্রীকান্ত, শাস্ত্রী, জাদেজা, আজহারউদ্দিন, সৌরভ, কুম্বলে, ধোনি ও সেওয়াগ, ৮ অধিনায়কত্বে খেলা একমাত্র ক্রিকেটার সচিন। এবং ১০০টি শতরানের একমাত্র মালিক সচিন।

শ্রীকান্ত, শাস্ত্রী, জাদেজা, আজহারউদ্দিন, সৌরভ, কুম্বলে, ধোনি ও সেওয়াগ, ৮ অধিনায়কত্বে খেলা একমাত্র ক্রিকেটার সচিন। এবং ১০০টি শতরানের একমাত্র মালিক সচিন।

4 / 5
৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ১০০ আন্তর্জাতিক শতরান, ২০১ আন্তর্জাতিক উইকেটের মালিক হলেন সচিন তেন্ডুলকর।

৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ১০০ আন্তর্জাতিক শতরান, ২০১ আন্তর্জাতিক উইকেটের মালিক হলেন সচিন তেন্ডুলকর।

5 / 5
Follow Us: