হুয়েলভা: দুই ভারতীয়র দ্বৈরথ। স্বাভাবিকভাবেই একদিকে প্রাপ্তি খুশি, তো অন্যদিকে খানিক হলেও হতাশা। চলতি বিশ্ব মিটের সেমিফাইনালে ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে ২০ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য সেনকে (Lakshya Sen) হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন আর এক ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। সেমিফাইনাল ম্যাচে প্রথম গেম থেকেই পরিণত দেখাচ্ছিল লক্ষ্যকে। কিন্তু শ্রীকান্তের অভিজ্ঞতাই শেষমেশ বাজিমাত করল। প্রথম বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (BWF World Championships) খেলতে নেমেই ব্রোঞ্জ পেলেন লক্ষ্য। আর কিদাম্বির আপাতত রুপো নিশ্চিত। দেশবাসীর এখন একটাই প্রার্থনা সোনা নিয়ে দেশে ফিরুক শ্রীকান্ত।
লক্ষ্যকে ২-১ গেমে হারিয়ে বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে ফেলেছেন ২৮ বছরের কিদাম্বি শ্রীকান্ত। লক্ষ্য-শ্রীকান্তের হাড্ডাহাড্ডি সেমিফাইনাল ম্যাচের পরে শ্রীকান্ত বলেছেন, “আমি এই ম্যাচে আমার সেরাটা দিয়ে খেলতে চেয়েছিলাম। এবং আমি নিজেও দেখতে চেয়েছিলাম, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি। আমি খুব খুশি যে আমি খুব বেশি ভুল না করে খেলতে পেরেছি। এবং যে সময় যেটা প্রয়োজন ছিল সেখানে নিজের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি।”
তিনি আরও বলেন, “এটি একটি থ্রি-সেটার ছিল, তৃতীয়টিতে ২১-১৭। এবং যথেষ্ট কাছাকাছি ছিলাম আমরা। তবে শেষ পর্যন্ত আমরা দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাও আমি কোনও ভুল করতে চাইনি।”
প্রথম ভারতীয় শাটলার হিসেবে বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন শ্রীকান্ত। এ ব্যাপারে ম্যাচের শেষে তিনি বলেন, “আমি সত্যি এই ব্যাপার নিয়ে ভাবিনি। প্রতিটা ম্যাচে আরও ভালো করার চেষ্টাটাই আমি করে থাকি। ম্যাচে জয়টাই বিশেষ গুরুত্বপূর্ণ। আমি কী করেছি, তা ভাবার জন্য পরে অনেক সময় পাব। এখন শুধু ম্যাচে ফোকাস করতে চাই। আমি বিশ্বাস করি, আমার জন্য অনেকেই প্রার্থনা করেন। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। এবং আমার মনে হয় অনেক টুর্নামেন্টে ওদের প্রার্থনার কারণেও আমার ভাগ্য সঙ্গ দেয় অনেক সময়। এবং আমি চাই তারা যেন আমার পরের ম্যাচের জন্যও প্রার্থনা করেন।”
It was a roller coaster ride, wasn't it? ?
Watch @srikidambi 's reaction post his triumph in a sensational all ?? semifinal at #BWFWorldChampionships2021 last night ?#WorldChampionships2021#IndiaontheRise#Badminton pic.twitter.com/XBVKeZEHeW
— BAI Media (@BAI_Media) December 19, 2021
সেমিফাইনাল ম্যাচের তৃতীয় গেমে টানটান লড়াই চলেছিল দুই ভারতীয় শাটলারের মধ্যে। তবে শেষ মেশ শ্রীকান্তের অভিজ্ঞতার সামনে হারতে হল তরুণ তুর্কি লক্ষ্যকে। তবে তাঁর লড়াইটা চিরকাল মনে রাখবে ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন: BWF World Championships: লক্ষ্যকে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস শ্রীকান্তের