হুয়েলভা: আজ, বিশ্ব মিটের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত ও লো কিন ইউ। টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠে দুই প্রতিদ্বন্দ্বীই নিজেদের দেশের হয়ে ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (BWF World Championships) ফাইনালে যেমন পৌঁছেছেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), তেমনই সিঙ্গাপুরের লো কিন ইউও (Loh Kean Yew) তাঁর দেশের প্রথম শাটলার যিনি বিশ্ব মিটের ফাইনালে উঠেছেন।
ফাইনাল ম্যাচে প্রথম গেম ২১-১৫ ব্যবধানে জেতেন সিঙ্গাপুরের শাটলার। দ্বিতীয় গেম একটা সময় ডিউস হলেও ২২-২০ বাজিমাত করে খেতাব জিতলেন লো। ফাইনালে হেরে গিয়ে রুপো নিয়ে দেশে ফিরবেন শ্রীকান্ত।
এর আগে ১৯৮৩ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ পেয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। তার ঠিক ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৯ সালে ফের কোনও ভারতীয় হিসেবে বিশ্ব মিট থেকে বি সাই প্রণীত ব্রোঞ্জ অর্জন করেছিলেন। এবং প্রকাশ-প্রণীতকে এ বারের টুর্নামেন্টে ছুঁয়ে ফেলেছেন ২০ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য সেন। সেমিফাইনালে শ্রীকান্তের কাছে হেরে তিনি ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন।
ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে আগেই ইতিহাস গড়েছিলেন। তবে রুপোতেই শ্রীকান্তকে সন্তুষ্ট থাকতে হল। সোনা নিয়ে গেলেন সিঙ্গাপুরের লো কিন ইউ।
প্রথম সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিন ইউ, যিনি বিশ্ব মিটের খেতাব জিতলেন
বিশ্ব মিটের ফাইনালে পৌঁছেও সোনা অধরাই রইল কিদাম্বি শ্রীকান্তের। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে।
২০-২২ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নিয়ে বিশ্ব মিটের চ্যাম্পিয়ন হলেন সিঙ্গাপুরের লো কিম। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তকে।
একের পর দুরন্ত শট দিয়ে ম্যাচে ফিরে এসেছেন শ্রীকান্ত। ৪৯ শটের দুরন্ত ব়্যালিও দেখা গেল দ্বিতীয় গেমে। ১৬-১৪ ব্যবধানে এগিয়ে শ্রীকান্ত।
দ্বিতীয় গেমের শুরুটা কিছুটা নড়বড়ে করলেও ধীরে ধীরে ম্যাচে কামব্যাক করেছেন সিঙ্গাপুরিয়ান শাটলার।
দ্বিতীয় গেমে দুরন্ত স্ম্যাশ দিয়ে এই মুহূর্তে ৯-৬ ব্যবধানে এগিয়ে রয়েছেন শ্রীকান্ত।
লো কিনের বিরুদ্ধে প্রথম গেমে ১৫-২১ ব্যবধানে হারলেন কিদাম্বি শ্রীকান্ত। ১৬ মিনিটে শেষ হল প্রথম গেম। শুরুটা ভালো করলেও হঠাৎই গতি বাড়িয়ে ম্যাচে ফিরতে শুরু করেন লো কিন। প্রথম গেমের শেষের দিকে দুরন্ত ৫ পয়েন্ট একসঙ্গে তুলে নিলেন লো কিন।
প্রথম গেমের প্রথম ব্রেকে শ্রীকান্ত এগিয়ে থাকলেও দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন লো কিন।
দুরন্ত স্ম্যাশ, ড্রপ শট দিয়ে প্রথম ব্রেকে ১১-৭ এগিয়ে শ্রীকান্ত
শুরুটা একটু নড়বড়ে করলেও দুরন্ত স্ম্যাশ, ড্রপ শট দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন কিদাম্বি শ্রীকান্ত।
কোর্টে নেমে পড়েছেন শ্রীকান্ত-লো কিন।
ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্তের বর্তমান বিশ্ব ব়্যাঙ্কিং ১২। লো কিম ইউয়ের বর্তমান বিশ্ব ব়্যাঙ্কিং ২২।
এর আগে শেষ সাক্ষাৎে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত।
শুরু হতে চলেছে বিশ্ব মিটে ছেলেদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচ।
১. প্রকাশ পাড়ুকোন ১৯৮৩ (ব্রোঞ্জ)
২. বি সাই প্রণীত ২০১৯ (ব্রোঞ্জ)
৩. লক্ষ্য সেন ২০২১ (ব্রোঞ্জ)
আজ কিদাম্বি শ্রীকান্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন। সেই ম্যাচের ওপর নির্ভর করছে ভারতের ঝুলিতে সোনা নাকি রুপোর পদক যোগ হতে চলেছে।
বিশ্ব মিটে ভারতের প্রাপ্তি এখনও পর্যন্ত তিনটি রুপো। এর আগে কোনও ভারতীয় শাটলার এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি। ফলে কিদাম্বি শ্রীকান্ত ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেছেন এখনই। এ বার শুধু ফাইনাল ম্যাচের পালা।
Loh Kean Yew: চলতি বছরটা সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিনের ভালোই যাচ্ছে। গত মাসেই দু’টো টুর্নামেন্টের ফাইনালের পর এ মাসে ফের বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি।
পড়ুন বিস্তারিত: BWF World Championships: চিনে নিন বিশ্ব মিটের ফাইনালে কিদাম্বি শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী লো কিন ইউকে
শ্রীকান্ত ও লো কিন এর আগে কখনও মুখোমুখি হননি। প্রথম সাক্ষাতে কে করবেন বাজিমাত, সেদিকেই আজ বিশেষ নজর থাকবে।