BWF World Championships Finals Highlights: বিশ্ব মিটে রুপো কিদাম্বি শ্রীকান্তের, সোনা জিতলেন সিঙ্গাপুরের লো কিন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 19, 2021 | 8:32 PM

BWF World Championships Finals Live Update: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারতের কিদাম্বি শ্রীকান্ত ও সিঙ্গাপুরের লো কিন ইউ।

BWF World Championships Finals Highlights: বিশ্ব মিটে রুপো কিদাম্বি শ্রীকান্তের, সোনা জিতলেন সিঙ্গাপুরের লো কিন
BWF World Championships Finals LIVE: বিশ্ব মিটে সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি কিদাম্বি শ্রীকান্ত-লো কিন ইউ

Follow Us

হুয়েলভা: আজ, বিশ্ব মিটের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত ও লো কিন ইউ। টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠে দুই প্রতিদ্বন্দ্বীই নিজেদের দেশের হয়ে ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (BWF World Championships) ফাইনালে যেমন পৌঁছেছেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), তেমনই সিঙ্গাপুরের লো কিন ইউও (Loh Kean Yew) তাঁর দেশের প্রথম শাটলার যিনি বিশ্ব মিটের ফাইনালে উঠেছেন।

ফাইনাল ম্যাচে প্রথম গেম ২১-১৫ ব্যবধানে জেতেন সিঙ্গাপুরের শাটলার। দ্বিতীয় গেম একটা সময় ডিউস হলেও ২২-২০ বাজিমাত করে খেতাব জিতলেন লো। ফাইনালে হেরে গিয়ে রুপো নিয়ে দেশে ফিরবেন শ্রীকান্ত।

এর আগে ১৯৮৩ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ পেয়েছিলেন প্রকাশ পাড়ুকোন। তার ঠিক ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৯ সালে ফের কোনও ভারতীয় হিসেবে বিশ্ব মিট থেকে বি সাই প্রণীত ব্রোঞ্জ অর্জন করেছিলেন। এবং প্রকাশ-প্রণীতকে এ বারের টুর্নামেন্টে ছুঁয়ে ফেলেছেন ২০ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য সেন। সেমিফাইনালে শ্রীকান্তের কাছে হেরে তিনি ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Dec 2021 08:26 PM (IST)

    রুপোতেই সন্তুষ্ট হতে হল কিদাম্বি শ্রীকান্তকে

    ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে আগেই ইতিহাস গড়েছিলেন। তবে রুপোতেই শ্রীকান্তকে সন্তুষ্ট থাকতে হল। সোনা নিয়ে গেলেন সিঙ্গাপুরের লো কিন ইউ।

    ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত

  • 19 Dec 2021 08:24 PM (IST)

    বিশ্ব মিটের চ্য়াম্পিয়ন লো কিন ইউ

    প্রথম সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিন ইউ, যিনি বিশ্ব মিটের খেতাব জিতলেন

    প্রথম সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিন ইউ, যিনি বিশ্ব মিটের খেতাব জিতলেন


  • 19 Dec 2021 08:09 PM (IST)

    বিশ্ব মিটের বিজয়ী লো কিন

    বিশ্ব মিটের ফাইনালে পৌঁছেও সোনা অধরাই রইল কিদাম্বি শ্রীকান্তের। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে।

  • 19 Dec 2021 08:08 PM (IST)

    দ্বিতীয় গেমের ফল

    ২০-২২ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নিয়ে বিশ্ব মিটের চ্যাম্পিয়ন হলেন সিঙ্গাপুরের লো কিম। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তকে।

  • 19 Dec 2021 08:02 PM (IST)

    দুরন্ত ব়্যালি, লড়ছেন শ্রীকান্ত

    একের পর দুরন্ত শট দিয়ে ম্যাচে ফিরে এসেছেন শ্রীকান্ত। ৪৯ শটের দুরন্ত ব়্যালিও দেখা গেল দ্বিতীয় গেমে। ১৬-১৪ ব্যবধানে এগিয়ে শ্রীকান্ত।

  • 19 Dec 2021 07:57 PM (IST)

    দুরন্ত কামব্যাক লো কিমের

    দ্বিতীয় গেমের শুরুটা কিছুটা নড়বড়ে করলেও ধীরে ধীরে ম্যাচে কামব্যাক করেছেন সিঙ্গাপুরিয়ান শাটলার।

  • 19 Dec 2021 07:53 PM (IST)

    গেম ২: দুরন্ত স্ম্যাশ দিয়ে এগিয়ে চলেছেন শ্রীকান্ত

    দ্বিতীয় গেমে দুরন্ত স্ম্যাশ দিয়ে এই মুহূর্তে ৯-৬ ব্যবধানে এগিয়ে রয়েছেন শ্রীকান্ত।

  • 19 Dec 2021 07:44 PM (IST)

    প্রথম গেমে শ্রীকান্তের হার

    লো কিনের বিরুদ্ধে প্রথম গেমে ১৫-২১ ব্যবধানে হারলেন কিদাম্বি শ্রীকান্ত। ১৬ মিনিটে শেষ হল প্রথম গেম। শুরুটা ভালো করলেও হঠাৎই গতি বাড়িয়ে ম্যাচে ফিরতে শুরু করেন লো কিন। প্রথম গেমের শেষের দিকে দুরন্ত ৫ পয়েন্ট একসঙ্গে তুলে নিলেন লো কিন।

  • 19 Dec 2021 07:40 PM (IST)

    দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন লো কিন

    প্রথম গেমের প্রথম ব্রেকে শ্রীকান্ত এগিয়ে থাকলেও দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন লো কিন।

  • 19 Dec 2021 07:34 PM (IST)

    প্রথম ব্রেকে ১১-৭ এগিয়ে শ্রীকান্ত

    দুরন্ত স্ম্যাশ, ড্রপ শট দিয়ে প্রথম ব্রেকে ১১-৭ এগিয়ে শ্রীকান্ত

  • 19 Dec 2021 07:30 PM (IST)

    গেম ১ এ এই মুহূর্তে এগিয়ে শ্রীকান্ত

    শুরুটা একটু নড়বড়ে করলেও দুরন্ত স্ম্যাশ, ড্রপ শট দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন কিদাম্বি শ্রীকান্ত।

  • 19 Dec 2021 07:25 PM (IST)

    বিশ্ব মিটে ছেলেদের সিঙ্গলসের ফাইনাল শুরু

    কোর্টে নেমে পড়েছেন শ্রীকান্ত-লো কিন।

  • 19 Dec 2021 07:24 PM (IST)

    শ্রীকান্ত-লো কিনের বিশ্ব ব়্যাঙ্কিং

    ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্তের বর্তমান বিশ্ব ব়্যাঙ্কিং ১২। লো কিম ইউয়ের বর্তমান বিশ্ব ব়্যাঙ্কিং ২২।

  • 19 Dec 2021 07:22 PM (IST)

    বিশ্ব মিটের ফাইনাল শুরু হতে চলেছে

    এর আগে শেষ সাক্ষাৎে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত।

  • 19 Dec 2021 07:20 PM (IST)

    অপেক্ষার অবসান

    শুরু হতে চলেছে বিশ্ব মিটে ছেলেদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচ।

  • 19 Dec 2021 05:41 PM (IST)

    বিশ্ব মিটে এখনও পর্যন্ত পদকজয়ী ভারতীয় পুরুষ শাটলারের তালিকা

    ১. প্রকাশ পাড়ুকোন ১৯৮৩ (ব্রোঞ্জ)

    ২. বি সাই প্রণীত ২০১৯ (ব্রোঞ্জ)

    ৩. লক্ষ্য সেন ২০২১ (ব্রোঞ্জ)

    আজ কিদাম্বি শ্রীকান্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন। সেই ম্যাচের ওপর নির্ভর করছে ভারতের ঝুলিতে সোনা নাকি রুপোর পদক যোগ হতে চলেছে।

  • 19 Dec 2021 05:37 PM (IST)

    সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নামতে চলেছেন শ্রীকান্ত

    বিশ্ব মিটে ভারতের প্রাপ্তি এখনও পর্যন্ত তিনটি রুপো। এর আগে কোনও ভারতীয় শাটলার এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি। ফলে কিদাম্বি শ্রীকান্ত ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেছেন এখনই। এ বার শুধু ফাইনাল ম্যাচের পালা।

  • 19 Dec 2021 04:41 PM (IST)

    চেনেন শ্রীকান্তের প্রতিপক্ষকে?

    Loh Kean Yew: চলতি বছরটা সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিনের ভালোই যাচ্ছে। গত মাসেই দু’টো টুর্নামেন্টের ফাইনালের পর এ মাসে ফের বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি।

    পড়ুন বিস্তারিত: BWF World Championships: চিনে নিন বিশ্ব মিটের ফাইনালে কিদাম্বি শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী লো কিন ইউকে

  • 19 Dec 2021 04:31 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    শ্রীকান্ত ও লো কিন এর আগে কখনও মুখোমুখি হননি। প্রথম সাক্ষাতে কে করবেন বাজিমাত, সেদিকেই আজ বিশেষ নজর থাকবে।