Lakshya Sen: ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জনকারী কনিষ্ঠ ভারতীয় শাটলার লক্ষ্য সেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 26, 2021 | 1:18 PM

ভারতের ২০ বছর বয়সী শাটলার লক্ষ্য সেন যে আসন্ন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জন করেছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টটি শেষ হওয়ার পর ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী খেলোয়াড়দের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Lakshya Sen: ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জনকারী কনিষ্ঠ ভারতীয় শাটলার লক্ষ্য সেন
Lakshya Sen: ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জনকারী কনিষ্ঠ ভারতীয় শাটলার লক্ষ্য সেন (ছবি-লক্ষ্য সেন টুইটার)

Follow Us

নয়াদিল্লি: আসন্ন বিডব্লিউএফ বিশ্ব ট্যুর ফাইনালসের (BWF World Tour Finals) যোগ্যতা অর্জন করে নিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। একই সঙ্গে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাডমিন্টন (Badminton) প্লেয়ার হিসেবে এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছেন লক্ষ্য। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস শুরু হওয়ার কথা ১ ডিসেম্বর থেকে, ইন্দোনেশিয়ার বালিতে।

উত্তরাখণ্ডের ছেলে ২০ বছরের লক্ষ্য সেন বর্তমানে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৫ নম্বরে রয়েছেন। গত কয়েক মাস ধরে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন লক্ষ্য। যার সুবাদে বিডব্লিউএফ বিশ্ব ট্যুর ফাইনালসে খেলতে চলেছেন লক্ষ্য। এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছেন পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, অশ্বিনি পোনাপ্পা ও এন সিকি রেড্ডি। করোনার কারণে এই টুর্নামেন্ট গোয়াংঝাউয়ের পরিবর্তে হতে চলেছে বালিতে।

এর আগে বছরের শেষের এই টুর্নামেন্টে কিদাম্বি শ্রীকান্ত, সমীর ভর্মা, পিভি সিন্ধু ও সাইনা নেহওয়াল অংশগ্রহণ করেছেন। ২০১১ সালে সাইনা টুর্নামেন্টের ফাইনালে (BWF Superseries Finals) পৌঁছেছিলেন, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি। এবং শ্রীকান্ত ও সমীর টুর্নামেন্টের নকআউট অবধি পৌঁছেছিলেন, কিন্তু ফাইনাল পর্যন্ত টিকতে পারেননি। তবে ২০১৮ সালে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু চ্যাম্পিয়ন হয়েছিলেন।

ভারতের ২০ বছর বয়সী শাটলার লক্ষ্য সেন যে আসন্ন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জন করেছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টটি শেষ হওয়ার পর ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী খেলোয়াড়দের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: Indonesia Open: লি-কে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু

আরও পড়ুন: IND vs NZ 1st Test Day 2 Live: প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া তুলল ৩৪৫ রান, কিউয়িদের প্রথম ইনিংস শুরু

Next Article