Indonesia Open: লি-কে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু

টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে মাত্র ৩৭ মিনিটেই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।

Indonesia Open: লি-কে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু
Indonesia Open: লি-কে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2021 | 5:57 PM

বালি: ইন্দোনেশিয় ওপেনে (Indonesia Open) ভালো ছন্দেই রয়েছেন পিভি সিন্ধু। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে দাপুটে জয় পেলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। ২৩ বছর বয়সী জার্মান শাটলার ইভন লিকে (Yvonne Li) স্ট্রেট গেমে হারালেন দু’বারের অলিম্পিকজয়ী সিন্ধু। মাত্র ৩৭ মিনিটেই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।

দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ২৬ নম্বর প্লেয়ারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা পিভি সিন্ধু। এই ম্যাচেই প্রথম সাক্ষাৎ হল দুই শাটলারের। প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে রাখতে থাকেন সিন্ধু। ২১-১২ তে প্রথম গেমে জেতার পর, দ্বিতীয় গেমে ২১-১৮ তে জেতেন সিন্ধু। দ্বিতীয় গেমে লি ম্যাচে ফিরে আসার চেষ্টা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত জার্মান শাটলারকে ম্যাচের মোড় ঘোরাতে দেননি সিন্ধু।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জাপানি তারকা শাটলারআয়া ওহোরিকে (Aya Ohori) ১৭-২১, ২১-১৭, ২১-১৭ ব্যবধানে হারিয়ে প্রিকোয়ার্টারে পৌঁছেছিলেন সিন্ধু। এ বার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে (quarterfinals) স্পেনের বিট্রিজ কোরালেস (Beatriz Corrales) কিংবা দক্ষিণ কোরিয়ার বল সিম ইউজিনের (Sim Yujin) মুখে নামবেন সিন্ধু।

আরও পড়ুন: Indonesia Open: ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু ও সাই প্রণীত