Indonesia Open: ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু ও সাই প্রণীত

পিভি সিন্ধুর পাশাপাশি ইন্দোনেশিয়া ওপেনের প্রিকোয়ার্টারে পৌঁছে গেলেন সাই প্রণীতও।

Indonesia Open: ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু ও সাই প্রণীত
Indonesia Open: ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু ও সাই প্রণীত (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2021 | 4:21 PM

বালি: জাপানি তারকা শাটলার আয়া ওহোরিকে (Aya Ohori) হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open) দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। খেলার ফল দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধুর পক্ষে ১৭-২১, ২১-১৭, ২১-১৭। প্রথম গেমে পিছিয়ে পড়লেও পরের দুটো গেমে হাড্ডাহাড্ডি লড়াই করে ১ ঘণ্টা ১০ মিনিটের মাথায় ম্যাচ শেষ করেন সিন্ধু। পাশাপাশি ভারতের আরও এক তারকা শাটলার সাই প্রণীতও (Sai Praneeth) টুর্নামেন্টের প্রি কোয়ার্টারে পৌঁছে গিয়েছেন।

গত সপ্তাহে ইন্দোনেশিয়া মাস্টার্সের (Indonesia Masters) সেমিফাইনালে জাপানি তারকা প্লেয়ার ও বিশ্বের তিন নম্বর জাপানের ইয়ামাগুচির (Yamaguchi) কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন। তবে ইন্দোনেশিয়া মাস্টার্সের হারের ছাপ ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে সিন্ধুর পারফরম্যান্সে দেখা গেল না। যদিও হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল ওহোরির বিরুদ্ধে। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ২৩ বছর বয়সী জার্মান শাটলার ইভন লি-র (Yvonne Li) বিরুদ্ধে নামবেন বিশ্বের সাত নম্বর টেনিস প্লেয়ার পিভি সিন্ধু। দু’জনই এই প্রথম বার একে অপরের বিরুদ্ধে খেলবেন।

অন্য দিকে, সাই প্রণীত টুর্নামেন্টে ছেলেদের সিঙ্গলসে ফ্রান্সের টোমা জুনিয়র পোপভের (Toma Junior Popov) বিরুদ্ধে প্রথম রাউন্ড খেলতে নেমেছিলেন। সেই ম্যাচে পোপভকে স্ট্রেট গেমে হারান প্রণীত। ৪৬ মিনিটের ম্যাচের ফল ভারতীয় তারকা শাটলার প্রণীতের পক্ষে ২১-১৯, ২১-১৮। এ বার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের ক্রিশ্টো পোপভ (Christo Popov) কিংবা ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা জিন্টিংয়ের (Anthony Sinisuka Ginting) বিরুদ্ধে খেলতে নামবেন সাই প্রণীত।

আরও পড়ুন: IPL 2022: আইপিএল-১৫-র উদ্বোধন হয়তো চেন্নাইয়ে, শুরু ২ এপ্রিল

আরও পড়ুন: Champions League: ম্যাঞ্চেস্টারকে শেষ ১৬য় নিয়ে গেলেন রোনাল্ডো

আরও পড়ুন: Ashleigh Barty: বাগদানের ঘোষণা করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলি বার্টি