লন্ডন: অল ইংল্যান্ড ওপেনে (All England Open) আজ বিশেষ দিন ২০ বছরের লক্ষ্য সেনের (Lakshya Sen) জন্য। ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা ভারতীয় শাটলার। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে আজ জিতলেই এলিট লিস্টে ঢুকে পড়বেন উত্তরাখণ্ডের বাঙালি। ১৯৮০ সালে প্রকাশ পাডুকোন প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতেছিলেন। তার ঠিক ২১ বছর পর ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ ফের ভারতের হয়ে এই খেতাব জিতেছিলেন। আবার ২১ বছর পর লক্ষ্যর সামনে সেই সুবর্ণ সুযোগ রয়েছে। ফাইনালে লক্ষ্যর সামনে রয়েছে কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। তবে এর আগে জার্মান ওপেনের (German Open) সেমিফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনকে (Viktor Axelsen) হারিয়ে খেতাবের সামনে পৌঁছেছিলেন লক্ষ্য সেন। অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি লক্ষ্য। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।
চিনে নিন অল ইংল্যান্ড ফাইনালে লক্ষ্য সেনের প্রতিপক্ষকে —
লক্ষ্য সেনের থেকে ব়্যাঙ্কিং, অভিজ্ঞতা, উচ্চতা ও বয়স সবেতেই ভিক্টর অ্যাক্সেলসেন এগিয়ে রয়েছেন। কিন্তু তাতে কী! লক্ষ্য যে কোনও বাঁধা টপকানোর জন্য মুখিয়ে রয়েছেন। জার্মান ওপেনে লক্ষ্যর কাছে হারের বদলা নেওয়ার জন্য ভিক্টর অ্যাক্সেলসেন যেমন তৈরি থাকবেন, তেমন লক্ষ্যও চাইবেন কেরিয়ারের প্রথম বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে।
আরও পড়ুন: All England Open: লক্ষ্য সেনের ফোকাসে এখন ফাইনাল
আরও পড়ুন: Breaking: অল ইংল্যান্ডের ফাইনালে পৌঁছে ইতিহাস লক্ষ্যর
আরও পড়ুন: Gayatri Gopichand: ব্যাডমিন্টন সার্কিটে গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর উত্থান