Gayatri Gopichand: ব্যাডমিন্টন সার্কিটে গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর উত্থান

কুড়ির কোঠায় পা না দিয়েই চমক দেখাচ্ছেন গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand) ও ত্রিসা জলি (Treesa Jolly)।

Gayatri Gopichand: ব্যাডমিন্টন সার্কিটে গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর উত্থান
Gayatri Gopichand: ব্যাডমিন্টন সার্কিটে গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর উত্থানImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 6:51 PM

কলকাতা: অল ইংল্যান্ড ওপেনে (All England Open) মেয়েদের ডাবলসের (Women’s doubles) সেমিফাইনালে উঠে ইতিহাসের পাতায় নাম খোদাই করে ফেলেছেন দুই ভারতীয় শাটলার। কুড়ির কোঠায় পা না দিয়েই চমক দেখাচ্ছেন গায়ত্রী গোপীচাঁদ (Gayatri Gopichand) ও ত্রিসা জলি (Treesa Jolly)। ২০১৮ সালে পুল্লেলা গোপীচাঁদের (Pullela Gopichand) মেয়ে গায়ত্রী গোপীচাঁদ ব্যাডমিন্টন সার্কিটে মেয়েদের সিঙ্গলসে খেলা শুরু করেন। সেই বছর এশিয়ান গেমসে ভারতীয় দলে ডাকও পেয়েছিলেন। এরপর ২০১৯ সালে হওয়া সাউথ এশিয়ান গেমসে ভারতীয় মেয়েদের সোনীজয়ী দলে ছিলেন গায়ত্রী। এবং সাউথ এশিয়ান গেমসে মেয়েদের সিঙ্গলসে রুপো পেয়েছিলেন গায়ত্রী। কিন্তু তিনি সিঙ্গলসের জায়গায় ডাবলসে খেলার প্রতি বেশি আগ্রহ অনুভব করা শুরু করেন। এবং তিনি এমন একজন পার্টনারের খোঁজে ছিলেন, যিনি ব্যাক কোর্টে থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে পারে। ঠিক এক বছর আগে থেকেই ১৮ বছরের ত্রিসা জলিকে নিয়ে একের পর টুর্নামেন্টে নেমে চলেছেন বছর ১৯ এর গায়ত্রী।

আর নতুন সঙ্গী ত্রিসাকে নিয়েই গোপীচাঁদের মেয়ে ইতিমধ্যেই পেয়েছেন বেশ কয়েকটি সাফল্যও। গায়ত্রী-ত্রিসা জুটি বর্তমানে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে রয়েছেন। অশ্বিনি পোনাপ্পা ও সিকি রেড্ডির পর গায়ত্রী-ত্রিসার ব়্যাঙ্কিং ভারতীয় মেয়েদের ডাবলসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব়্যাঙ্কিং।

এই জুটি গত বছরের উবের কাপে নজর কেড়েছিল এবং সিনিয়র সার্কিটে চলতি বছরে ওড়িশা ওপেনে সুপার ১০০ খেতাব জিতেছিলেন গায়ত্রী-ত্রিসা। এবং জানুয়ারিতে সৈয়দ মোদী টুর্নামেন্টে এই জুটি রানার্স আপ হয়েছিলেন। তবে শুধু দেশের মাটিতে নয়, আন্তর্জাতিক টুর্নামেন্টেও নিজেদের ছাপ ফেলা শুরু করেছেন গায়ত্রী-ত্রিসা জুটি। গত বছর পোলিশ ইন্টারন্যাশানাল ও ওয়েলস ইন্টারন্যাশানালে রানার্স আপ হয়েছিলেন এই ভারতীয় শাটলার জুটি।

অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখে নামবে গায়ত্রী-ত্রিসা। শেষ চারের লড়াইয়ে তাঁদের সামনে রয়েছেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকা চিনা জুটি ঝ্যাং ইউ (Zheng Yu) এবং ঝাং শু জিয়ান ( Zhang Shu Xian)। এর আগে শেষ আটের ম্যাচে গায়ত্রী-ত্রিসা জুটি টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী দক্ষিণ কোরিয়ার জুটি সোহি লি এবং সিউনচ্যাং শিংকে হারিয়েছেন।

আরও পড়ুন: All England Open: কার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লক্ষ্য?

আরও পড়ুন: IPL 2022: আসন্ন আইপিএলে দেখা যাবে না যে পাঁচ বিদেশি ক্রিকেটারকে, দেখুন ছবিতে

আরও পড়ুন: Asia Cup: জেনে নিন কবে, কোথায় শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ