All England Open: কার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লক্ষ্য?

Lakshya Sen: আন্তর্জাতিক সার্কিটে নিজের জায়গা প্রমাণ করার জন্য অল ইংল্যান্ডের মঞ্চে হার নয়, জিততে চাইছেন লক্ষ্য।

All England Open: কার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লক্ষ্য?
All England Open: কার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লক্ষ্য?Image Credit source: Badminton Photo
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 3:30 PM

লন্ডন: ভারতের ২০ বছরের লক্ষ্য সেনের (Lakshya Sen) এখন একটাই লক্ষ্য। অল ইংল্যান্ড ওপেনে (All England Open) গত বারের চ্যাম্পিয়ন লি জি জিয়াকে (Lee Zii Jia) হারিয়ে ফাইনালে ওঠা। আর সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফেরা। আন্তর্জাতিক সার্কিটে নিজের জায়গা প্রমাণ করার জন্য অল ইংল্যান্ডের মঞ্চে হার নয়, জিততে চাইছেন লক্ষ্য। এর আগের টুর্নামেন্টে (জার্মান ওপেন) অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি লক্ষ্য। জার্মান ওপেনের ফাইনালে থাইল্যান্ডের কুনলাভুট ভিতিদস্রানের (Kunlavut Vitidsarn) কাছে স্ট্রেট গেমে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লক্ষ্যর। কিন্তু সেখানে পড়ে না থেকে এগিয়েই চলেছেন উত্তরাখণ্ডের বাঙালি। অল ইংল্যান্ডে দুরন্ত ছন্দে রয়েছেন লক্ষ্য। ফলে তাঁর কাছ থেকে সহজেই আশা করা যায়, ফের ২১ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারেন বছর কুড়ির এই বিস্ময় বালক।

চিনে নিন লক্ষ্য সেনের প্রতিপক্ষকে…

আজ, অল ইল্যান্ড ওপেনের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেন নামবেন মালেশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে। গত বছরই এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন লি জিয়া। শুধু খেলেছিলেনই না। ফাইনালে বিশ্বের এক নম্বর ও অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে দিয়েছিলেন লি জিয়া। ফলে সুপার ১০০০ পর্যায়ের খেতাব ইতিমধ্যেই রয়েছে এই মালেশিয়ান শাটলারের ঝুলিতে। অন্যদিকে এখনও পর্যন্ত সুপার ১০০০ পর্যায়ের কোনও খেতাব নেই লক্ষ্যর।

কোয়ার্টার ফাইনালে জাপানি শাটলার কেন্টো মোমোতার বিরুদ্ধে ২১-০৭, ১৩-২১, ১৬-১১ ফলাফলে জিতে সেমিফাইনালে উঠেছেন লি জি জিয়া। সেখানে তাঁর প্রতিপক্ষ ভারতের লক্ষ্য। এর আগে ২০১৬ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিরিজে লক্ষ্যর বিরুদ্ধে খেলেছিলেন লি জি জিয়া। সেখানে লক্ষ্যর কাছে হারতে হয়েছিল এই মালেশিয়ান শাটলারকে। বর্তমানে লক্ষ্য আরও ধারালো হয়েছেন। ফলে অল ইংল্যান্ডের মঞ্চে তিনি লি জিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইন্ডিয়ান ওপেনজয়ী এবং জার্মান ওপেনের রানার্স আপ লক্ষ্য সেন বিশ্বের ৩ নম্বর প্লেয়ার ডেনমার্কের আন্দ্রেস অ্যান্টোনসেনের বিরুদ্ধে নেমেছিলেন। কে বলবে সেটাই ছিল তাঁদের প্রথম সাক্ষাৎ। প্রথম বার মুখোমুখি হলেও তাতেই স্ট্রেট গেমে আন্দ্রেসকে হারিয়ে চমক দেখিয়েছেন বিশ্বের ১১ নম্বর লক্ষ্য। প্রথম গেমে ২১-১৬ তে জেতেন লক্ষ্য। দ্বিতীয় গেমে শুরুর দিকে হাল ধরার চেষ্টা করেন ড্যানিশ শাটলার। কিন্তু তাতেও বাজিমাত করেন ভারতের লক্ষ্য। ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নিয়ে শেষ আটে পৌঁছেছিলেন লক্ষ্য। সেখানে চিনা শাটলার লু গুয়াং জু চোটের কারণে সরে দাঁড়ান। ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে পৌঁছে যান লক্ষ্য।

আরও পড়ুন: Lakshya Sen: গুরুর পথে হেঁটে ২১ বছরের অপেক্ষা ভোলানোর রাস্তায় লক্ষ্য

আরও পড়ুন: IPL 2022: ‘এই আইপিএল প্রত্যাবর্তনের টুর্নামেন্ট নয়’, কে বলছেন এমন কথা?