Asia Cup: জেনে নিন কবে, কোথায় শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ
করোনা পর্ব কাটিয়ে আবার ফিরতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। ২০১৮ সালে শেষ বার হয়েছিল এই টুর্নামেন্ট।
দুবাই: করোনা পর্ব কাটিয়ে আবার ফিরতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। ২০১৮ সালে শেষ বার হয়েছিল এই টুর্নামেন্ট। ২০২০ সালে এশিয়া কাপ স্থগিত রাখা হয়েছিল করোনার (COVID 19) কারণে। গত বছরও একই কারণে এই টুর্নামেন্ট আয়োজন করা যায়নি। এ বছরের এশিয়া কাপ অবশ্য হইহই করে আয়োজন করতে চাইছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। এ বার এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায় (Sri Lanka)। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর। যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে ২০ আগস্ট থেকে। গত বারের মতো এ বারের এশিয়া কাপও টি-টোয়েন্টি (T20) ফর্ম্যাটে হবে।
The Asia Cup 2022 (T20 Format) will be held in Sri Lanka from 27 August – 11 September later this year. The Qualifiers for the same will be played 20 August 2022 onwards.
— AsianCricketCouncil (@ACCMedia1) March 19, 2022
কলম্বোতে হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছে। এই সভায় ঠিক হয়েছে ২০২৪ সাল অবধি বিসিসিআই সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদে থাকবেন। এশিয়া কাপে সব থেকে সফল দল ভারত। সাত বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় জয় শাহ বলেন, “আমি আমার সম্মানিত সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমার উপর বিশ্বাস রেখেছে এবং আমাদের শুরু করা সমস্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাকে যোগ্য বলে মনে করেছে। আমি বিনীতভাবে এই সম্মানটি গ্রহণ করছি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলে আমাদের প্রিয় খেলা ক্রিকেটকে সংগঠিত, বিকাশ ও প্রচারের লক্ষ্যে কঠোর পরিশ্রম করার জন্য, এসিসিকে ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে সহায়তা করে। আমরা এই অঞ্চলে ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করে যান, বিশেষ করে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নজর দিতে হবে। মহামারি আশা করি আমাদের এই মুহূর্তে আমাদের আর রুখতে পারবে না এবং আমি এসিসিকে আরও শক্তিশালী করে তুলতে।”
মোট ৬টি দেশ আসন্ন এশিয়া কাপে অংশ নেবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে একটি দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে কোয়ালিফায়ার থেকে। কোয়ালিফায়ার টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েতের মধ্যে, যারা ২০২০ এসিসি ওয়েস্টার্ন রিজিওন টি-টোয়েন্টি থেকে থেকে উঠে এসেছে এবং সিঙ্গাপুর ও হিংকং, যারা ২০২০ এসিসি ইস্টার্ন রিজিওন টি-টোয়েন্টি থেকে এগিয়ে এসেছে।
আরও পড়ুন: IPL 2022: আসন্ন আইপিএলে দেখা যাবে না যে পাঁচ বিদেশি ক্রিকেটারকে, দেখুন ছবিতে
আরও পড়ুন: IPL 2022: আইপিএলে মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ কার?
আরও পড়ুন: All England Open: কার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবেন লক্ষ্য?