IPL 2022: আইপিএলে মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ কার?
আর ক'দিন পরই শুরু হয়ে যাবে আইপিএল। তার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিখর খুব ভালো করে জানেন, আইপিএলে দারুণ কিছু করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে ঢুকে পড়ার একটা সম্ভাবনা থাকবে।
নয়াদিল্লি: আইপিএল ১৫ (IPL) এক -একজনের কাছে এক-এক রকম বার্তা বয়ে আনছে। কেউ নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে নামছেন। কেউ আবার হারানো জায়গা নতুন করে খুঁজে পেতে চাইছেন। হার্দিক পান্ডিয়ারই (Hardik Pandya) কথা যদি ধরা হয়, বরোদার অলরাউন্ডার চোটের কারণে সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর আর জাতীয় টিমে নেই। নিজেকে প্রমাণ করে আবার ফিরতে চাইছেন ভারতীয় টিমে। এক সিনিয়র ক্রিকেটারও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে মশগুল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছন্দে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিম থেকে বাদ পড়েছিলেন। গ্যালারিতে বসে দেখেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচ। এ বার আর তিনি গ্যালারিতে নয়, সরাসরি মাঠে থাকার বাসনা নিয়েই শুরু করতে চাইছেন আইপিএল। তিনি আর কেউ নন, শিখর ধাওয়ান। দিল্লি ক্যাপিটালসের বদলে এ বার পঞ্জাব কিংসের জার্সিতে দেখা যাবে তাঁকে। প্রীতি জিন্টার টিমের হয়ে দুরন্ত পারফর্ম করেই আবার ফিরে আসতে চাইছেন ভারতীয় টিমের চৌহদ্দিতে।
এক ইন্টারভিউতে শিখর নিজের স্বপ্নের কথা ঘোষণাও করে দিয়েছেন। বলেছেন, ‘আর ক’দিন পরই শুরু হয়ে যাবে আইপিএল। তার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি খুব ভালো করে জানি, যদি আইপিএলে দারুণ কিছু করতে পারি, তা বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে ঢুকে পড়ার একটা সম্ভাবনা থাকবে। আমি কিন্তু বরাবরই যে কোনও সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। এ বারও তার অন্যথা হবে না। আইপিএলে যে ভালো কিছু করব, সে ব্যাপারে আমি নিশ্চিত। আর সেটা যদি করতে পারি, বিশ্বকাপ টিমে ঢোকার একটা সম্ভাবনা থেকেই যাবে।’
আইপিএলে কখনও খেতাব জেতেনি পঞ্জাব। বরাবর ভালো টিম করেও সাফল্য থেকে দূরেই থেকে গিয়েছে প্রীতি জিন্টার টিম। অতীত মাথায় রেখেই এ বার ভালো টিম তৈরির চেষ্টা করেছে পঞ্জাব। শুধু তাই নয়, টিমে ভারসাম্য রাখার চেষ্টাও করা হয়েছে। তবে শুরুতে মনে হয়েছিল, শিখরই হয়তো নেতৃত্ব দেবেন টিমের। তা অবশ্য হয়নি। মায়াঙ্ক আগরওয়ালকেই দেওয়া হয়েছে টিমের নেতৃত্বের ভার। শিখরের তাতে কোনও ক্ষোভ নেই। বরং টিমকে সাফল্য দিতে পারলে খুশি হবেন তিনি। শিখর বলতেও কুন্ঠা করছেন না, ‘এ বারের আইপিএলে যাতে আমি এবং টিম দারুণ কিছু করতে পারি, তার বিরাট সুযোগ রয়েছে। টিমের ভারসাম্য চমৎকার। আমার তো মনে হয়, একটা দারুণ মরসুম অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য।’
রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও উচ্ছ্বসিত শিখর। বলেছেন, ‘ও দারুণ মানুষ। ঠান্ডা স্বভাবের। স্মার্ট। খেলার গতিটা চমৎকার বুঝতে পারে। ও হয়তো এখন ক্যাপ্টেন, কিন্তু যারা রোহিতকে অনেক দিন চেনে, তারা খুব ভালো করে জানে, রোহিত আগের মতোই আছে। ও বরাবরের মতোই এগিয়ে এসে সাহায্য করে। ওর আর একটা বড় গুণ হল, কঠিন কিছু বলার সময় এমন ভাবে বলে, যাকে বলছে, তার খারাপ লাগে না।’
আরও পড়ুন: IPL 2022: ‘এই আইপিএল প্রত্যাবর্তনের টুর্নামেন্ট নয়’, কে বলছেন এমন কথা?