ICC Women’s World Cup 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, অঙ্ক কঠিন মিতালিদের

অকল্যান্ড: একটা দল বিশ্বকাপ (ICC Women’s World Cup 2022) সেমিফাইনালের টিকিট পাকা করল। আর এক দল সেমিফাইনালের অঙ্ক আরও কঠিন করে তুললো। প্রথম দলটা অস্ট্রেলিয়া (Australia)। দ্বিতীয় দল ভারত (India)। অ্যাকল্যান্ডে আজ আরও একটা হার ভারতের। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ালেও ম্যাগ ল্যানিংয়ের দল টানা পাঁচটি ম্যাচ জিতে পৌঁছে গেল সেমিফাইনালে। অন্য দিকে পাঁচটি ম্যাচের […]

ICC Women’s World Cup 2022: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, অঙ্ক কঠিন মিতালিদের
অনবদ্য ইনিংসে দলকে সেমিফাইনালে নিয়ে গেলেন অজি ক্যাপ্টেন। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 3:52 PM

অকল্যান্ড: একটা দল বিশ্বকাপ (ICC Women’s World Cup 2022) সেমিফাইনালের টিকিট পাকা করল। আর এক দল সেমিফাইনালের অঙ্ক আরও কঠিন করে তুললো। প্রথম দলটা অস্ট্রেলিয়া (Australia)। দ্বিতীয় দল ভারত (India)। অ্যাকল্যান্ডে আজ আরও একটা হার ভারতের। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ালেও ম্যাগ ল্যানিংয়ের দল টানা পাঁচটি ম্যাচ জিতে পৌঁছে গেল সেমিফাইনালে। অন্য দিকে পাঁচটি ম্যাচের মাত্র দুটি জিতে লিগ টেবিলের চার নম্বরে মিতালির দল। শনিবার টিম ইন্ডিয়ার হার ছয় উইকেটে। এদিনের ম্যাচে জোড়া রেকর্ড গড়লেন ভারতীয় দলের দুই সিনিয়র মিতালি রাজ (Mithali Raj) ও ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ২০০টি একদিনের ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন বাংলার মেয়ে ঝুলন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে, বিশ্বকাপে সব থেকে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হকলিকে ছুঁয়ে ফেললেন ভারতীয় দলের ক্যাপ্টেন।

ভারতের কাছে ম্যাচটা ছিল খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এমন দিনে আবার ব্যাটিং প্রশ্নের মুখে। টস জিতে মিতালির দলকে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। দীপ্তি শর্মার বদলে শেফালি ভার্মাকে প্রথম দলে রেখে ব্যাটিং আরও শক্তিশালী করার চেষ্ঠা করে ভারতীয় দল। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। স্কোর বোর্ডে ৩০ রান ওঠার আগেই প্যাভেলিয়ান ফিরে গেলেন দুই ওপেনার স্মৃতি (Smriti Mandhana) ও শেফালি। এরপর ক্যাপ্টেন মিতালি ও ইয়তিকা ভাটিয়ার ১৩০ রানের পার্টনারশিপ। কিন্তু ব্যাটে রান এলেও দুজনই খরচ করলেন অনেক বেশি বল। ইয়াসতিকার ৫৯ রান এল ৮৩ বলে। অন্যদিকে ৬৮ রান করতে ৯৬ বল নিলেন ক্যাপ্টেন মিতালি। শেষ দিকে নেমে অবস্থা কিছুটা সামাল দেন হরমনপ্রীত (Harmanpreet Kaur) ও পূজা বস্ত্রকার। ৪৭ বলে অপরাজিত ৫৭ হরমনের। ২৮ বলে ৩৪ রান পূজার। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান করে টিম ইন্ডিয়া।

জবাবে শুরু থেকেই কাউন্টার অ্যাটাকে দুই অজি ওপেনার রিচেল ও অ্যালিসা। ১২১ রানের ওপেনিং পার্টনারশিপে ব্যাকফুটে ঠেলে দেন ভারতকে। ৪৩ রান রিচেলের। ৭২ রান অ্যালিসা হিলির। এরপর ব্যাট হাতে ৯৭ রানের ইনিংস অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের। এলিস পেরি করেন ২৮ রান। শেষ দিকে ভারতীয় বোলাররা কিছুটা চাপ তৈরি করলেও ২০ বলে অপরাজিত ৩০ রানের ইনিংসে দলকে সেমিফাইনালে নিয়ে গেলেন বেথ মুনি। ভারতের হয়ে জোড়া উইকেট পূজা বস্ত্রকারের।

ভারতীয় দলের হাতে আছে আর দুটি ম্যাচ। বাংলাদেশ ও লিগ টেবিলার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দুটি ম্যাচই জিততে হবে মিতালির দলকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকেও। আগামী মঙ্গলবার বাংলাদেশ ও রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন স্মৃতিরা।

আরও পড়ুন : ICC Women’s World Cup 2022: মিতালির ডাবল সেঞ্চুরির ক্লাবে বাংলার ঝুলন