ICC Women’s World Cup 2022: মিতালির ডাবল সেঞ্চুরির ক্লাবে বাংলার ঝুলন

Jhulan Goswami: চলতি বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) থামানো যাচ্ছে না বাংলার ঝুলন গোস্বামীকে। বিশ্বকাপের এক এক ম্যাচে নামছেন ঝুলন আর গড়ে ফেলছেন একখানা করে রেকর্ড।

ICC Women's World Cup 2022: মিতালির ডাবল সেঞ্চুরির ক্লাবে বাংলার ঝুলন
ICC Women's World Cup 2022: মিতালির ডাবল সেঞ্চুরির ক্লাবে বাংলার ঝুলনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 11:33 AM

অকল্যান্ড: চলতি বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) থামানো যাচ্ছে না বাংলার ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। বিশ্বকাপের এক এক ম্যাচে নামছেন ঝুলন আর গড়ে ফেলছেন একখানা করে রেকর্ড। ভারতের সিনিয়র তারকা পেসার আজ অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই মাইলস্টোন গড়লেন। মেয়েদের একদিনের ক্রিকেটে ঝুলন আজ ২০০তম ম্যাচ খেলতে নেমেছেন। এর আগে এই কীর্তি রয়েছে ভারত অধিনায়ক মিতালি রাজের (Mithali Raj)। আজ মিতালি নিজের ওয়ান ডে কেরিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমেছেন। এলিট ক্লাবে পা দেওয়ার জন্য ম্যাচের আগে সতীর্থ ঝুলনকে আবেগে জড়িয়ে ধরেন মিতালি। ঝুলনকে ভারক অধিনায়ক দেন শুভেচ্ছাবার্তাও। শনিবারের ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন ব্যাটিং করতে নামতে হয়নি ঝুলনকে।

ভারতের মিতালি এবং ঝুলনের পরে মেয়েদের ক্রিকেটে সবথেকে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির রয়েছে যে প্লেয়ারদের তাঁরা হলেন —

১) মিতালি রাজ (২৩০) (ভারত)

২) ঝুলন গোস্বামী (২০০) (ভারত)

৩) শার্লট এডওয়ার্ডস (১৯১) (ইংল্যান্ড)

৪) মিগনন দু পেরেজের (১৫০) (দক্ষিণ আফ্রিকা)

৫) অ্যালেক্স ব্ল্যাকওয়েল (১৪৪) (অস্ট্রেলিয়া)

৬) জেনি গুন (১৪৪) (ইংল্যান্ড)

২০০৫ সালে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে প্রথম বার খেলেছিলেন ঝুলন। এই নিয়ে ভারতের হয়ে পঞ্চম বার ওয়ান ডে বিশ্বকাপে খেলছেন চাকদা এক্সপ্রেস। এ বারের বিশ্বকাপে ঝুলন ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেটশিকারিদের (৩৮) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। সেই ম্যাচের পর তিনি টপকে যান ইংল্যান্ডের ক্যারল হজেসকে (৩৭)। এখানেই থেমে থাকেননি ঝুলন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ঝুলন ফিরিয়ে দেন কেটি মার্টিনকে। এবং সেদিন তিনি মেয়েদের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার হিসেবে রেকর্ড গড়েন। ৩৯ তম উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনের পাশে তাঁর নাম ওঠে। এরপর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদের উইকেট তুলে নেন বাংলার ঝুলন। আর তার ফলেই মেয়েদের একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটশিকারি (৪০টি উইকেট) হিসেবে লিন ফুলস্টোনকেও টপকে গিয়ে বিশ্বরেকর্ড গড়েন চাকদা এক্সপ্রেস। এরপর চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের ট্যামি বিউমন্টকে আউট করে মেয়েদের একদিনের ক্রিকেটে প্রথম ও একমাত্র বোলার হিসেবে ২৫০ টি উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেন ঝুলন।

আরও পড়ুন:  ICC Women’s World Cup 2022: শেষ চারে উঠতে অজিদের বিজয়রথ থামাতে হবে ঝুলনদের

আরও পড়ুন: IPL 2022: কুড়ির কোঠায় পা না দিয়েই আইপিএল মঞ্চ মাতাতে পারেন যে পাঁচ ক্রিকেটার দেখুন ছবিতে

আরও পড়ুন: All England Open-এ পদক নিশ্চিত গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর