IPL 2022: কুড়ির কোঠায় পা না দিয়েই আইপিএল মঞ্চ মাতাতে পারেন যে পাঁচ ক্রিকেটার দেখুন ছবিতে

এ বারের আইপিএলের (IPL) মেগা নিলাম থেকে যুব বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটারকে কিনে নিয়েছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ২০-র কোঠায় পা না দিয়েই আসন্ন আইপিএলে ফের লাইমলাইটে উঠে আসতে পারেন যে পাঁচ প্লেয়াররা, তাঁদের দেখে নিন ছবিতে...

| Edited By: | Updated on: Mar 19, 2022 | 9:00 AM
যশ ধুল - ছোটদের বিশ্বকাপে ভারতের হয়ে নেতৃত্ব দেওয়া যশ ধুলের (Yash Dhull) ওপর বিশেষ নজর ছিল এ বারের আইপিএলের মেগা নিলামে। ২০ লক্ষ টাকা বেস প্রাইস থাকা ধুলকে ৫০ লক্ষ টাকায় কিনে নেয় ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। যুব বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া ধুল ৪টি ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ২২৯ রান করেছিলেন। এ বার ধুলের ওপর নজর থাকবে আইপিএলে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন সেদিকে। (দিল্লি ক্যাপিটালস টুইটার)

যশ ধুল - ছোটদের বিশ্বকাপে ভারতের হয়ে নেতৃত্ব দেওয়া যশ ধুলের (Yash Dhull) ওপর বিশেষ নজর ছিল এ বারের আইপিএলের মেগা নিলামে। ২০ লক্ষ টাকা বেস প্রাইস থাকা ধুলকে ৫০ লক্ষ টাকায় কিনে নেয় ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। যুব বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া ধুল ৪টি ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ২২৯ রান করেছিলেন। এ বার ধুলের ওপর নজর থাকবে আইপিএলে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন সেদিকে। (দিল্লি ক্যাপিটালস টুইটার)

1 / 5
রাজ অঙ্গদ বাওয়া - অনুর্ধ্ব ১৯ দলে ভারতের হয়ে খেলা রাজ অঙ্গদ বাওয়াকে (Raj Angad Bawa) ২০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ২ কোটি টাকায় আইপিএলের মেগা নিলাম থেকে কিনে নেয় প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। সুযোগ পেলেই আসন্ন আইপিএলে এই ভারতীয় অলরাউন্ডার নিজের জাত চেনানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তা বলার অপেক্ষা রাখে না। (ছবি-পঞ্জাব কিংস টুইটার)

রাজ অঙ্গদ বাওয়া - অনুর্ধ্ব ১৯ দলে ভারতের হয়ে খেলা রাজ অঙ্গদ বাওয়াকে (Raj Angad Bawa) ২০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে ২ কোটি টাকায় আইপিএলের মেগা নিলাম থেকে কিনে নেয় প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। সুযোগ পেলেই আসন্ন আইপিএলে এই ভারতীয় অলরাউন্ডার নিজের জাত চেনানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তা বলার অপেক্ষা রাখে না। (ছবি-পঞ্জাব কিংস টুইটার)

2 / 5
রাজবর্ধন হাঙ্গারগেকর - ছোটদের বিশ্বকাপে ভারতীয় অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকর (Rajvardhan Hangargekar) বেশ নজর কেড়েছিলেন। তীব্র গতিতে বল করতে পারার জন্য এই তরুণ পেসারের ভবিষ্যৎ নিয়েও দারুণ আশাবাদী ক্রিকেটমহল। এ বারের আইপিএলের মেগা নিলাম থেকে রাজবর্ধনকে ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সুরাটে চলা সিএসকে শিবিরের নেট সেশনে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে রাজবর্ধনকে। (ছবি-চেন্নাই সুপার কিংস টুইটার)

রাজবর্ধন হাঙ্গারগেকর - ছোটদের বিশ্বকাপে ভারতীয় অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকর (Rajvardhan Hangargekar) বেশ নজর কেড়েছিলেন। তীব্র গতিতে বল করতে পারার জন্য এই তরুণ পেসারের ভবিষ্যৎ নিয়েও দারুণ আশাবাদী ক্রিকেটমহল। এ বারের আইপিএলের মেগা নিলাম থেকে রাজবর্ধনকে ১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সুরাটে চলা সিএসকে শিবিরের নেট সেশনে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে রাজবর্ধনকে। (ছবি-চেন্নাই সুপার কিংস টুইটার)

3 / 5
ভিকি ওস্তওয়াল - ছোটদের বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া যশ ধুলের পাশাপাশি ভিকি ওস্তওয়ালকেও কিনে নিয়েছে ঋষভ পন্থের দিল্লি। বরাবরই তরুণদের ওপর আস্থা রাখে দিল্লি। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে ভিকিকে কিনেছে টিম দিল্লি। যুব বিশ্বকাপের ৬ ম্যাচে ১২টি উইকেট পেয়েছিলেন ভিকি। যার মধ্যে ছিল একটি ফাইফারও (৫ উইকেট)।(Vicky Ostwal) (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

ভিকি ওস্তওয়াল - ছোটদের বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া যশ ধুলের পাশাপাশি ভিকি ওস্তওয়ালকেও কিনে নিয়েছে ঋষভ পন্থের দিল্লি। বরাবরই তরুণদের ওপর আস্থা রাখে দিল্লি। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে ভিকিকে কিনেছে টিম দিল্লি। যুব বিশ্বকাপের ৬ ম্যাচে ১২টি উইকেট পেয়েছিলেন ভিকি। যার মধ্যে ছিল একটি ফাইফারও (৫ উইকেট)।(Vicky Ostwal) (ছবি-দিল্লি ক্যাপিটালস টুইটার)

4 / 5
ডিওয়াল্ড ব্রেভিস - অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup) টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। আইপিএলের মেগা নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। আন্দাজ করা গিয়েছিল ব্রেভিস এ বারের আইপিএলের নিলামে বড়সড় দর পেতে চলেছেন। আর সেটাই হয়েছে। ২০ লক্ষ টাকার জায়গায় ৩ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে কিনেছে রোহিতের মুম্বই। এ বার সুযোগ পেলে নিজেকে মেলে ধরার অপেক্ষায় রয়েছেন ব্রেভিস। (ছবি-মুম্বই ইন্ডিয়ান্স টুইটার)

ডিওয়াল্ড ব্রেভিস - অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ (U19 World Cup) টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। আইপিএলের মেগা নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। আন্দাজ করা গিয়েছিল ব্রেভিস এ বারের আইপিএলের নিলামে বড়সড় দর পেতে চলেছেন। আর সেটাই হয়েছে। ২০ লক্ষ টাকার জায়গায় ৩ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে কিনেছে রোহিতের মুম্বই। এ বার সুযোগ পেলে নিজেকে মেলে ধরার অপেক্ষায় রয়েছেন ব্রেভিস। (ছবি-মুম্বই ইন্ডিয়ান্স টুইটার)

5 / 5
Follow Us: