All England Open: লক্ষ্য সেনের ফোকাসে এখন ফাইনাল
Lakshya Sen: ২০ বছরের লক্ষ্যর সামনে এ বার মাত্র একটা ম্যাচ। ফাইনালে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাই উত্তরাখণ্ডের বাঙালি ছেলের কথায় ফুটে উঠেছে উচ্ছ্বাস।
লন্ডন: লক্ষ্যভেদের সামনে দাঁড়িয়ে রয়েছেন লক্ষ্য সেন (Lakshya Sen)। অল ইংল্যান্ড ওপেনের (All England Open) সেমিফাইনালে মালয়েশিয়ার লি জি জিয়াকে (Lee Zii Jia) হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন। ২০ বছরের লক্ষ্যর সামনে এ বার মাত্র একটা ম্যাচ। ফাইনালে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাই উত্তরাখণ্ডের বাঙালি ছেলের কথায় ফুটে উঠেছে উচ্ছ্বাস। আগ্রাসী লক্ষ্যের এখন একটাই লক্ষ্য ২১ বছরের অপেক্ষার অবসান ঘটানো। গতবারের চ্যাম্পিয়নকে সেমিফাইনালে ২১-১৩, ১২-২১, ২১-১৯ এ হারালেন লক্ষ্য।
Finals spot up for grabs as Lakshya Sen ?? and Lee Zii Jia ?? meet for the first time in a cracking match.#BWFWorldTour #AllEngland2022 pic.twitter.com/PpiCi21EbY
— BWF (@bwfmedia) March 19, 2022
লি জি জিয়াকে হারিয়ে লক্ষ্য বলেন, “আমি খুশি যে আমি এই ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি। এটা একটা স্বপ্নের মতো এবং এখন আর মাত্র একটা ম্যাচ বাকি। তাই আমার ফোকাস ওই ম্যাচেই এবং আগামীকালের জন্য প্রস্তুত। ম্যাচের শেষের দিকে আমি একবারে একটি পয়েন্ট খেলার চেষ্টা করছিলাম এবং অন্য জিনিসগুলি নিয়ে ভাবছিলাম না, যে আমি ফাইনালে উঠতে চলেছি বা এইরকম কিছু করতে যাচ্ছি। সত্যি বলতে সেই চিন্তাগুলো মাথায় আসছিল, কিন্তু আমি ফোকাসড থাকার চেষ্টা করছিলাম।”
প্রথম গেমটা দারুণ জিতলেও, দ্বিতীয় গেমে ফিরে আসেন জি জিয়া। এ ব্যাপারে লক্ষ্য বলেন, “প্রথম গেমে আমি ভালো লেন্থ পেয়েছিলাম এবং আমি নেট থেকে ভালো খেলছিলামও, বেশ কয়েকটা ভালো পয়েন্ট আমাকে সাহায্যও করেছিল। তৃতীয় গেমে আমি খুব কাছাকাছি গিয়ে সহজ পয়েন্ট দেওয়ার চেয়ে নেটে নিরাপদে খেলার চেষ্টা করেছি। লম্বা ম্যাচের আমি জন্য প্রস্তুত ছিলাম। ও (লি জি জিয়া) ভীষণ ফিট। এবং অন্য উচ্চতায় গিয়ে খেলছিল।”
তবে লি জি জিয়া যত কঠিন প্রতিপ্রক্ষই হোন না কেন, লক্ষ্য কিন্তু তাঁকে চেপে বসতে দেননি। আর তাই পৌঁছেও গেলেন অল ইংল্যান্ডের ফাইনালে। খেতাব জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে লক্ষ্য। তিনি বলেন, “আর একটা ম্যাচ বাকি রয়েছে। তারপর আমি যা খুশি বলতে পারি। আপাতত, আমি ওই একটা ম্যাচের দিকেই মনোনিবেশ করছি। যখন লোকেরা আমার সম্পর্কে ভালো জিনিস বলেছিল, সেগুলো আমাকে এই বিশ্বাসটা দিয়েছে যে ,আমি ভালো পারফর্ম করতে পারি। আর সেই বিশ্বাসটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে।”
আরও পড়ুন: Breaking: অল ইংল্যান্ডের ফাইনালে পৌঁছে ইতিহাস লক্ষ্যর
আরও পড়ুন: Gayatri Gopichand: ব্যাডমিন্টন সার্কিটে গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর উত্থান
আরও পড়ুন: Asia Cup: জেনে নিন কবে, কোথায় শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ