Mirabai Chanu: মীরাবঈয়ের আবেদন খারিজ, পদক সম্ভাবনায় ধাক্কা ভারতের

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 08, 2022 | 9:30 AM

আন্তর্জাতিক ভারোত্তোলন সংস্থা ভারতের আবেদন খারিজ করায় ৬৪ কেজি বিভাগে যেমন ভারতের কোনও ভারোত্তোলক প্রতিনিধিত্ব করতে পারেবন না, ঠিক তেমনই জুনিয়র বিভাগে পকক পাওয়া ঝিল্লি দালাবেহরা কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারবেন না।

Mirabai Chanu: মীরাবঈয়ের আবেদন খারিজ, পদক সম্ভাবনায় ধাক্কা ভারতের
মীরাবাই চানু
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: আন্তর্জাতিক ভারোত্তোলন সংস্থা, ভারতীয় (India) সংস্থার আবেদন খারিজ করে দেওয়ায় আসন্ন কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের পদক সম্ভাবনায় ধাক্কা। ভারতীয় ভারোত্তোলন সংস্থা আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জানিয়েছিল, অলিম্পিকে পদক জয়ী মীরাবঈ চানুকে (Mirabai Chanu) যেন ৫৫কেজি বিভাগে অংশগ্রহন করার অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক সংস্থা। আর তাই ৫৫ কেজির বদলে ৪৯ কেজি বিভাগেই কমনওয়েলথ গেমসে নামতে হবে চানুকে। আন্তার্জিতক সংস্থার যুক্তি, ৫৫ কেজি বিভাগে চানু ভারতের শীর্ষ স্থানে থাকা ভারোত্তোলক নন। তাই তাঁকে ৫৫ কেজিতে নামার অনুমতি দেওয়া সম্ভব নয়। বর্তমানে ৫৫ কেজি বিভাগে ভারতের এক নম্বর বিন্দারানি দেবী। গত বছর টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন মীরাবাঈ।

ভারতীয় ভারোত্তোলন সংস্থার (IWLF) পরিকল্পনা ছিল, ৪৯ কেজির মীরাবাঈকে ৫৫কেজি বিভাগে নামিয়ে, বিন্দারানি দেবীকে (Bindyarani Devi) ৫৯ কেজি বিভাগে নামানোর। পাশাপাশি ৫৯ কেজি বিভাগের সেরা ভারোত্তোলক পপি হাজারিকাকে ৬৪ কেজি বিভাগে নামানো যেত। ক্যাটাগরি বদল করতে পারলে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পাওয়া ঝিল্লি দালাবেহরাকে ৪৯ কেজি বিভাগে নামানো যেত। এত করে কমনওয়েলথ গেমসের সবক’টি বিভাগে যেমন ভারতের প্রতিনিধি রাখা যেত, তেমনই পদক সম্ভাবনাও বাড়ত। কিন্তু সেই পরিকল্পনায় আপাতত বিশবাঁও জলে।

আন্তর্জাতিক ভারোত্তোলন সংস্থা ভারতের আবেদন খারিজ করায় ৬৪ কেজি বিভাগে যেমন ভারতের কোনও ভারোত্তোলক প্রতিনিধিত্ব করতে পারেবন না, ঠিক তেমনই জুনিয়র বিভাগে পকক পাওয়া ঝিল্লি দালাবেহরা কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারবেন না। তাই আবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে ভারতীয় সংস্থাকে। চলতি বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত।

 

আরও পড়ুন : ICC Meeting: আইসিসির বৈঠকের ফাঁকেই চার দেশিয় টুর্নামেন্ট নিয়ে সৌরভের সঙ্গে বৈঠক চান রামিজ

Next Article