Korea Open: শেষ চারে সিন্ধু, শ্রীকান্ত

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 08, 2022 | 3:33 PM

তাইল্যান্ডের বুসনান ওঙ্গবাম্রুংফানকে স্ট্রেট গেমে হারান পিভি সিন্ধু। খেলার ফল ২১-১০, ২১-১৬। কোরিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে দাঁড়াতেই পারেননি তাইল্যান্ডের প্রতিপক্ষ। প্রথম গেমে একটা সময় ২-৫ পিছিয়ে পড়েছিলেন ভারতীয় শাটলার। সেখান থেকে দুরন্ত কামব্যাক করেন তিনি। টানা চার পয়েন্ট ছিনিয়ে ৬-৭ এগিয়ে যান।

Korea Open: শেষ চারে সিন্ধু, শ্রীকান্ত
পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। ছবি: টুইটার

Follow Us

সাঞ্চিয়ন: যে গতিতে শুরু করেছিলেন, সেই গতি এখনও বজায় রেখে চলেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। অলিম্পি দু’বারের পদকজয়ী শাটলার মুখিয়ে রয়েছেন কোরিয়া ওপেন জয়ের জন্য। আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন মসৃণ গতিতে। প্রথম ম্যাচেই স্ট্রেট গেমে জিতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে রেখেছিলেন ভারতীয় শাটলার। সম্প্রতি সুইস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন সিন্ধু। তাই ফর্মের মধ্যে থাকা হায়দরাবাদের শাটলার কোরিয়া ওপেন Korea Open) থেকে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চান। এমন কি দ্বিতীয় রাউন্ডেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন স্ট্রেট গেমে। শুক্রবার কোয়ার্টার ফাইনালেও স্ট্রেট গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দেন সিন্ধু। ৪৩ মিনিটের ঝড়েই তাইল্যান্ডের প্রতিপক্ষকে উড়িয়ে দেন হায়দরাবাদের শাটলার। সিন্ধুর পাশাপাশি কোরিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন কিদাম্বি শ্রীকান্তও।

 

তাইল্যান্ডের বুসনান ওঙ্গবাম্রুংফানকে স্ট্রেট গেমে হারান পিভি সিন্ধু। খেলার ফল ২১-১০, ২১-১৬। কোরিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে দাঁড়াতেই পারেননি তাইল্যান্ডের প্রতিপক্ষ। প্রথম গেমে একটা সময় ২-৫ পিছিয়ে পড়েছিলেন ভারতীয় শাটলার। সেখান থেকে দুরন্ত কামব্যাক করেন তিনি। টানা চার পয়েন্ট ছিনিয়ে ৬-৭ এগিয়ে যান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিন্ধুকে। দ্বিতীয় গেমে প্রথম থেকেই ৮-২ এগিয়ে যান। শেষ পর্যন্ত ২১-১৬ গেম জিতে যান। তাইল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাৎকারে ১৬-১ ব্যবধানে এগিয়ে গেলেন সিন্ধু। শনিবার সকালে কোরিয়ার অ্যানের মুখোমুখি হবেন অলিম্পিকে দু’বারের পদকজয়ী শাটলার।

 

 

 

 

 

সিন্ধুর পাশাপাশি জয়ের ধারা বজায় রেখেছেন কিদাম্বি শ্রীকান্তও। তিনিও টানা জয়ের ধারা বজায় রেখে চলেছেন কোরিয়া ওপেনে। কোয়ার্টার ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার। কোরিয়ার সনকে হারালেন ২১-১২, ১৮-২১, ২১-১২ ব্যবধানে। বিশ্বের প্রাক্তন ১ নম্বর হারালেন বিশ্বের ৭৮ নম্বরকে। বিশ্বের বারো নম্বর শ্রীকান্ত আগেই মিশাকে হারিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। সেমিফাইনালে জনাথান ক্রিস্টির মুখোমুখি হবেন কিদাম্বি শ্রীকান্ত।

 

 

 

আরও পড়ুন: IPL 2022: মদ্যপ সতীর্থ ব্যালকনি থেকে ঠেলে ফেলে দিচ্ছিলেন কাকে? উঠে এল আইপিএলের অবাক করা ঘটনা

Next Article