Neeraj Chopra: সোনার ইতিহাস গড়া টোকিও স্টেডিয়াম ঘুরে দেখলেন নীরজ
টোকিওর যে স্টেডিয়ামে এই সোনার কীর্তি গড়েছিলেন নীরজ, এ বার সেই স্টেডিয়ামই ঘুরে দেখলেন নীরজ।
টোকিও: গত বছর টোকিও অলিম্পিক (Tokyo Olympics) থেকে ভারতকে জ্যাভলিনে সোনা এনে দিয়ে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিওর যে স্টেডিয়ামে এই সোনার কীর্তি গড়েছিলেন নীরজ, এ বার সেই স্টেডিয়ামই ঘুরে দেখলেন তিনি। বর্তমানে ২৪ বছর বয়সী ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ রয়েছেন টোকিওতে। সেখানে টোকিও মেট্রোপলিটন সরকার এবং জাপানি অলিম্পিক কমিটির সহযোগিতায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) দ্বারা আয়োজিত এক ইভেন্ট ‘ধন্যবাদ টোকিও’-তে অংশ নিয়েছেন নীরজ। যে জায়গায় সঙ্গে নীরজের সোনার কীর্তি জড়িয়ে সেখানে ঘুরে কেমন লাগল তাঁর, তুলে ধরল TV9Bangla।
২০২১ সালের ৪ অগস্ট যে স্টেডিয়ামে জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ সেই স্টেডিয়াম ফের ঘুরে দেখলেন তিনি। এই ইভেন্টে যোগ দিয়ে নীরজ হাজির হন টোকিও জাতীয় স্টেডিয়ামে। সেখানে পৌঁছে রানওয়েতে গিয়ে জ্যাভলিনও ছোড়েন নীরজ। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন নীরজ। ক্যাপশনে তিনি লেখেন, “আজকে টোকিও ২০২০ স্মরণীয় অনুষ্ঠানে খুব ভালো সময় কাটিয়েছি। এবং এই স্টেডিয়ামে ফিরে আসার একটা আলাদা অনুভূতি হল। এখানে আমার জন্য সবকিছু বদলে গিয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ!”
Had a great time at the #Tokyo2020 Commemoration Ceremony today, and was a special feeling being back at the stadium where it all changed for me. Thank you to @iocmedia, @gorin and @Tokyo2020 for the invite! ???#ThankYouTokyo #ありがとう東京 pic.twitter.com/GAmJRAvR5f
— Neeraj Chopra (@Neeraj_chopra1) October 16, 2022
টোকিও অলিম্পিক থেকে ভারতকে সোনা এনে দেওয়ার পর, নীরজ বিশ্বমঞ্চে আইকন হয়ে গিয়েছেন। একাধিক ভারতীয় তরুণদের জ্যাভলিনের প্রতি উদ্বুদ্ধ করেছেন নীরজ। সেপ্টেম্বর মাসে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ ট্রফি জিতেছেন নীরজ চোপড়া। এরপর জাতীয় গেমসে তিনি চোটের কারণে অংশ নেননি।
Incredible feeling to close the 2022 season as Diamond Trophy winner. The atmosphere was brilliant and it was extra special to have my uncle and friends in the stadium. Happy to win my first ? trophy!
Sabhi ke pyaar aur support ke liye bahut bahut dhanyawad. ?? ?? pic.twitter.com/zfVlMHUEIx
— Neeraj Chopra (@Neeraj_chopra1) September 9, 2022
দিন কয়েক আগে দিল্লিতে রাজপুতানা রাইফেল রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনীর কর্মীরা নীরজকে এক্কেবারে গ্র্যান্ড ওয়েলকাম জানায়। শুধু তাই নয়, দেশের যেখানেই নীরজ যান, সেখানেই তিনি পান প্রচুর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান।