Neeraj Chopra: সব থেকে বেশি দামে বিক্রি নীরজ চোপড়ার জ্যাভলিন

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Oct 08, 2021 | 6:13 PM

নীরজের (Neeraj Chopra) পাশাপাশি দেশের অন্য অ্যাথলিটরাও নিজেদের ক্রীড়া সরঞ্জাম তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে। সেই সব সামগ্রী তোলা হয়েছিল ভার্চুয়াল নিলামে।

Neeraj Chopra: সব থেকে বেশি দামে বিক্রি নীরজ চোপড়ার জ্যাভলিন
টোকিও থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রীর হাতে জ্যাভলিন তুলে দেন নীরজ চোপড়া। সৌ:টুইটার

Follow Us

নয়াদিল্লি: অলিম্পিকের ট্র্যাক অ্যান্ডে ফিল্ডে দেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছিলেন। দেশে ফিরে নিজের জ্যাভলিন প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সোনাজয়ীর পাশাপাশি দেশের অন্য অ্যাথলিটরাও নিজেদের ক্রীড়া সরঞ্জাম তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে। সেই সব সামগ্রী তোলা হয়েছিল ভার্চুয়াল নিলামে। আর সেখানেও অলিম্পিকের মতই শীর্ষে নীরজ চোপড়া। দেড় কোটি (1.5 crore) টাকায় বিক্রি হল নীরজের সোনা জয়ী জ্যাভলিন। ক্রীড়া সরঞ্জাম হিসেবে যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। অলিম্পিকের শেষ দিন জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে ৮৭.৫৮ মিটার লম্বা থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া।

 

 

নীরজের জ্যাভলিনের পর দ্বিতীয় স্থানে আছে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে অংশ নেওয়া ভবানী দেবীর (Bhavani Devi) ফেন্স। ১ কোটি ২৫ লক্ষ টাকায় ই-নিমালে (e-auction) বিক্রি হল ভবানীর ফেন্স। প্যারিলিম্পিকে সোনা পাওয়া সুমিত আন্টিলের জ্যাভলিন বিক্রি হল ১ কোটি ২ লক্ষ টাকায়। ৯১ লক্ষ টাকায় বিক্রি হল বক্সিংয়ে ব্রোঞ্জ পাওয়া লভলিনার বক্সিং গ্লাভস। ৮০ লক্ষ টাকায় বিক্রি হল পিভি সিন্ধুর (PV Sindhu) ব়্যাকেট।

এবারের ই অকশনের আকর্ষণ ছিল অলিম্পিক ও প্যারালিম্পিকের পদক পাওয়া অ্যাথলিটদের ক্রীড়া সরঞ্জাম। পদকজয়ীরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন মোট ১৫টি মেমেন্টো (ক্রীড়া সরঞ্জাম)। ১৭ অক্টোবর শুরু হয়েছিল এই এই নিলাম। চলছে ৭ অক্টোবর পর্যন্ত। মোট ১৩৪৮টি মেমেন্টো ছিল নিলামে। অংশ নিয়েছিলেন ৮৬০০ জন। নিলাম থেকে পাওয়া অর্থ ব্যবহার করা হবে নমামি গঙ্গে মিশনে।

 

আরও পড়ুন : বান্ধবীকে নির্যাতন, জেরেভের বিরুদ্ধে তদন্ত শুরু এটিপির

Next Article