বান্ধবীকে নির্যাতন, জেরেভের বিরুদ্ধে তদন্ত শুরু এটিপির

যে অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হয়েছে, তাতে যে তাঁর কেরিয়ারের উপর প্রভাব পড়েছে, শুধু তাই নয়, টেনিস দুনিয়াতেও একটা বড়সড় ছাপ ফেলেছে।

বান্ধবীকে নির্যাতন, জেরেভের বিরুদ্ধে তদন্ত শুরু এটিপির
বান্ধবীকে নির্যাতন, জেরেভের বিরুদ্ধে তদন্ত শুরু এটিপির
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 4:18 PM

মিউনিখ: বান্ধবী ওলগা শারিপোভাকে (Olga Sharypova) মারধরের অভিযোগে টেনিস তারকা আলেজান্ডার জেরেভের (Alexander Zverev) বিরুদ্ধে তদন্ত শুরু করল এটিপি (ATP)। বিশ্বের চার নম্বর প্লেয়ারের বান্ধবী এক সাক্ষাৎকারে বলেছেন, শারীরিক ও মানসিক ভাবে দীর্ঘদিন নির্যাতন চালাচ্ছেন। যা প্রকাশ্যে আসতেই রীতিমতো অবাক হয়ে গিয়েছে টেনিস দুনিয়া। তীব্র সমালোচনা শুরু হয়। এটিপিও কটাক্ষের মুখে পড়েছিল। তারকা টেনিস প্লেয়ারের বিরুদ্ধে তাই তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে।

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনাজয়ী জার্মান টেনিস প্লেয়ার অবশ্য শুরু থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন। জেরেভ এটিপির তদন্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর আশা, এই তদন্তের পর সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাবেন তিনি।

জেরেভ বলেছেন, ‘কোনও সন্দেহ নেই অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত বছর লন্ডন থেকেই ওদের এ কথা বলে আসছিলাম যে, তদন্ত শুরু হোক। তাতে আর কিছু না হোক, আমার নামে যে অভিযোগ উঠে এসেছে, তা থেকে মুক্তি পাওয়া যাবে। গত এক বছর ধরে একটা অভিযোগ নিয়ে বেঁচে রয়েছি। এ বার সেখান থেকে বেরিয়ে আসতে চাই।’

বান্ধবী শারিপোভার যাবতীয় অভিযোগ অস্বীকার করে আদালতের দ্বারস্থ হয়েছে জেরেভ। বলেছেন, ‘ওই সময় আমি জার্মানির আদালতে দায়ের করা মামলাটা জিতেছিলাম। কিন্তু সেটা এখন অস্বীকার করছে অভিযোগকারিনী। আমি যে নির্দোষ, নানা ভাবে সেটা প্রমাণও করেছি। সেই কারণেই আমার মনে হয়, এটিপির তদন্তটাই শেষ রাস্তা আমার।’

যে অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হয়েছে, তাতে যে তাঁর কেরিয়ারের উপর প্রভাব পড়েছে, শুধু তাই নয়, টেনিস দুনিয়াতেও একটা বড়সড় ছাপ ফেলেছে। জেরেভের কথায়, ‘অ্যান্ডি মারে গত সপ্তাহে সান দিয়েগোতে আমাকে ঠিকই বলেছে। কোনও টেনিস তারকা যদি ম্যাচ জেতে, তাকে নিয়ে কথা হবেই। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে, একটা দুরন্ত মরসুম কাটালাম। আমার ছোট্ট কেরিয়ারে অলিম্পিক সোনা জিতেছি। দুটো মাস্টার্স সিরিজ জিতেছি। এ ছাড়াও চারটে টুর্নামেন্ট জিতেছি। কিন্তু লোকে সেটা ভুলে গিয়েছে। এটাই অবাক লাগছে।’