Wimbledon: ভ্যাকসিন ছাড়াই উইম্বলডনে ছাড় জোকারকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 27, 2022 | 2:45 PM

আগামী ২৭ জুন থেকে শুরু হবে এ বারের উইম্বলডন (Wimbledon)।

Wimbledon: ভ্যাকসিন ছাড়াই উইম্বলডনে ছাড় জোকারকে
Wimbledon: করোনা ভ্যাকসিন না নিয়েও উইম্বলডনে খেলতে পারবেন জোকার

Follow Us

লন্ডন: চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের (Novak Djokovic)। করোনা টিকা না নেওয়ার জন্যই একপ্রস্থ নাটকের পর বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলতে পারেননি জোকার। তবে আসন্ন উইম্বলডনে তিনি করোনা (COVID 19) টিকা না নিয়েও খেলতে পারবেন। এমনটাই জানিয়ে দিল অল ইংল্যান্ড ক্লাব। তবে জকোভিচ উইম্বলডনে নামবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ, রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়াররা উইম্বলডনে (Wimbledon) নামতে পারবেন না জানিয়ে দিয়েছে অল ইংল্যান্ড টেনিস ক্লাব (All England Tennis Club)। জানা গিয়েছে, তার প্রতিবাদ জানাতেই উইম্বলন কোর্টে না নামার সিদ্ধান্ত নিয়েছেন জোকার।

তবে, মঙ্গলবার অল ইংল্যান্ড ক্লাবের চিফ এক্সিকিউটিভ স্যালি বোল্টন জানান, বর্তমানে ব্রিটেনে যেতে হলে করোনা ভ্যাকসিন নেওয়া আবশ্যিক নয়। সেই জন্যই জকোভিচকে উইম্বলডনে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ টিকা না নিয়েই উইম্বলডনে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন জকোভিচ। এ বার তাঁকে উইম্বলডন কোর্টে দেখা যায় কিনা, তা দেখার অপেক্ষায় রয়েছে টেনিসপ্রেমীরা।

২৭ জুন থেকে শুরু হবে এ বারের উইম্বলডন। অল ইংল্যান্ড ক্লাবের চিফ এক্সিকিউটিভ স্যালি বোল্টন জানান, তাঁদের পক্ষ থেকে সব সময় সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করা হয়। কিন্তু বর্তমানে প্লেয়ারদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক রাখা হচ্ছে না। ২০১১ সাল থেকে ২০২১ সালের মধ্যে ছয় বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। ঘাসের কোর্টে নোভাক যে দাপট দেখান, আসন্ন উইম্বলডনে তিনি না নামলে সেটা বেশ মিস করবে টেনিসপ্রেমীরা। আর জোকারহীন উইম্বলডন হলে কিছুটা হলেও জৌলুস কমবে।

আরও পড়ুন: Wimbledon: নোভাক জকোভিচ কি উইম্বলডন বয়কট করতে চলেছেন?

আরও পড়ুন: Emma Raducanu: ফের কোচ বদলাচ্ছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাডুকানু

আরও পড়ুন: IPL 2022: পরাগের সঙ্গে মাঠেই উষ্ণ বাক্যবিনিময় হর্ষলের, রাগে ম্যাচের শেষে করলেন এই কীর্তি

Next Article