Novak Djokovic: সমর্থকদের ধন্যবাদ জানালেন বিতর্কের কেন্দ্রে থাকা জোকার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 08, 2022 | 2:27 PM

নানা বিতর্কের মাঝে অবশেষে মুখ খুললেন জোকার। এ বার সমর্থকদের ধন্যবাদ জানালেন সার্বিয়ান টেনিস তারকা।

Novak Djokovic: সমর্থকদের ধন্যবাদ জানালেন বিতর্কের কেন্দ্রে থাকা জোকার
সমর্থকদের ধন্যবাদ জোকারের (ছবি-নোভাক জকোভিচ টুইটার)

Follow Us

মেলবোর্ন: ভ্যাকসিন বিতর্কে জেরবার বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলা নিয়ে সংশয় কোনও মতেই কাটছে না। অস্ট্রেলিয়ায় (Australia) তাঁর ভিসা বাতিল, আদালতে তাঁর আবেদন শুনানি স্থগিত সব কিছুর মাঝেও কোনও মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। তবে তিনি সমর্থন পেয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের অনুরাগীদের থেকে। আর যার জন্য এ বার সমর্থকদের ধন্যবাদ জানালেন সার্বিয়ান টেনিস তারকা।

ইন্সটা স্টোরিতে জকোভিচ লেখেন, “আমাকে সমর্থন করার জন্য সারা বিশ্বের মানুষকে ধন্যবাদ জানাই। আপনাদের মনোভাব আমি বুঝতে পারছি। আপনাদের সমর্থনটাই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।”

জকোভিচের ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশট

অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলতে ডাক্তারদের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছিলেন জকোভিচ। কিন্তু সীমান্ত রক্ষী বিভাগকে জোড়া ভ্যাকসিনের স্বপক্ষে পর্যাপ্ত তথ্য পেশ করতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা। সেই যুক্তিতেই বাতিল করে দেওয়া হয় তাঁর ভিসা। আর তার পরই বিশ্ব জুড়ে তীব্র বিতর্ক দেখা দেয়। শুক্রবার এর প্রতিবাদে মিছিল করলেন জোকারের ৫০জন ভক্ত।

জোকারকে নিয়ে আবার ভাগ হয়ে গিয়েছে টেনিস দুনিয়া। রাফায়েল নাদালের মতো প্লেয়ার ঘুরিয়ে জোকারের সমালোচনা করেছেন। অন্তত একমাস আগে ভ্যাকসিন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। তা জানা সত্ত্বেও কেন প্রতিষেধক ছাড়া অস্ট্রেলিয়ায় পা দিয়েছেন জকোভিচ, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাফা। নিক কির্গিয়সের মতো তারকা কিন্তু বলছেন, ‘আমি ভ্যাকসিন নিয়েছি আমার পরিবার, মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে। কিন্তু নোভাককে যে পরিস্থিতির মুখে পড়তে হল, তা একেবারে মেনে নেওয়া যায় না। ও আমাদের টেনিসের গ্রেট চ্যাম্পিয়ন। কিন্তু ভুলে গেলে চলবে না, ও মানুষও।’

আরও পড়ুন: Novak Djokovic: জকোভিচের ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন ১০ জানুয়ারি অবধি স্থগিত

আরও পড়ুন: Novak Djokovic: ফরাসি সরকার দাঁড়াল পাশে, জোকারের জন্য প্রতিবাদ মিছিল

Next Article