মেলবোর্ন: থেমেও থামছে না নোভাক জোকোভিচ (Novak Djokovic) ও অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) নিয়ে ধোঁয়াশা। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন জোকার নিজেই। ফেডেরার-নাদাল নেই। জোকোভিচ না খেললে কার্যত রং থাকবে না অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু আয়োজকরাও নিজেদের সিদ্ধান্তে অনড়। করোনার জোড়া ভ্যাকসিন (vaccine) না নেওয়া থাকলে খেলা যাবে না অস্ট্রেলিয়ান ওপেন। জোকারও জানাতে রাজি নন তিনি ভ্যাকসিন নিয়েছেন কি না। এই অবস্থায় দাঁড়িয়ে ছিল জোকোভিচ ও অস্ট্রেলিয়ান ওপেনের সম্পর্ক।
এই ধোঁয়াশার মাঝেই নতুন অপডেট দিলেন সার্বিয়া দলে নোভাক জোকোভিচের সতীর্থ। তিনি জানিয়েছেন, “জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলার চেষ্টা করছে। কি কারণে এটিপি টুর্নামেন্টে ও খেলছে না সেটা আমার জানা নেই। হয়তো এটিপি কতৃপক্ষ সেটা বলতে পারবে। তবে ও অস্ট্রেলিয়ান ওপেন খেলতে চায়।”
২০টি গ্র্যান্ডস্ল্যামের (Grand Slam) মালিক নোভাক। গতবছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। কিন্তু এবার কি হবে? এখনও সেই ধোঁয়াশা কাটার নাম নেই। বরং বেড়েই চলেছে। ভ্যাকসিনের কথা বলে নোভাককে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে অস্ট্রেলিয়ান ওপেন কতৃপক্ষ। এমন অভিযোগও তুলেছিলেন সার্বিয়ান তারকার বাবা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন কতৃপক্ষ শুরু থেকেই একটা বিষয়ে অনড়। ভ্যাকসিন স্ট্যাটাস না জানালে রড লেভার এরিয়ান নামার কোনও সম্ভাবনা নেই। এমনকি রাশিয়ার স্পুটনিক ভি টিকা যারা নিয়েছেন তাদেরও খেলতে দেওয়া হবে না টুর্নামেন্টে। কারণ স্পুটনিক ভি অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অনুমদিত নয়। একাধির রাশিয়ান খেলোয়াড় সেই জন্যই খেলতে পারছেন না এবারের টুর্নামেন্ট। তাহলে? নোভাক কি ছাড় পাবেন। সম্ভাবনা খুব কম। অস্ট্রেলিয়া মাস খানেক আগেই জানিয়েছিল সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা। কিন্তু ওমিক্রনের (Omicorn) দাপট আবার ভয় ধরাচ্ছে। বিগ ব্যাশ লিগে ম্যাচ স্থগিত হয়েছে। অ্যাসেজেও কোভিডের থাবা। সব মিলে অস্ট্রেলিয়ায় সাবধানী। তাই নোভাককে ছাড় দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন : ICC ODI Player of the Year : একদিনের ক্রিকেটে বর্ষসেরার দৌড়েও নেই কোনও ভারতীয় ক্রিকেটার