Bajrang Punia: মস্কোতে ২৬ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করলেন বজরং পুনিয়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 28, 2021 | 10:30 AM

টোকিও গেমসের পর বজরং এই প্রথম বার অনুশীলন শুরু করলেন। এর আগে পায়ের পেশির চোটের কারণে, বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) নামেননি ভারতীয় কুস্তিগির।

Bajrang Punia: মস্কোতে ২৬ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করলেন বজরং পুনিয়া
Bajrang Punia: মস্কোতে ২৬ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করলেন বজরং পুনিয়া (ছবি-টুইটার)

Follow Us

নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ব্রোঞ্জ পাওয়া বজরং পুনিয়া (Bajrang Punia) এ বার নতুন মরসুমের আগে, মস্কোতে শুরু করলেন অনুশীলন ক্যাম্প। টোকিও গেমসের পর বজরং এই প্রথম বার অনুশীলন শুরু করলেন। এর আগে পায়ের পেশির চোটের কারণে, বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championships) নামেননি ভারতীয় কুস্তিগির।

রাশিয়া থেকে এক বিবৃতিতে বজরং বলেন, “অলিম্পিকের পর এটা আমার প্রথম প্রশিক্ষণ শিবির এবং আমি আশা করছি এটা খুব ভালো একটা অনুশীলন ক্যাম্প হতে চলেছে।” তবে রাশিয়াকেই অনুশীলনের জন্য কেন বেছে নিলেন বজরং? এ ব্যাপারে তিনি বলেন, “আমি অনুশীলনের জন্য রাশিয়াকে বেছে নিয়েছি কারণ, এখানকার কুস্তিগিররা অলিম্পিক গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক জিতেছে। আমি আশাবাদী, এখানে অভিজ্ঞ কুস্তিগিরদের সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে আমি উপকৃত হব।”

ক্রীড়া মন্ত্রকের মিশন অলিম্পিক সেল (MOC) সামগ্রিকভাবে বজরংয়ের এই বিদেশে অনুশীলনের জন্য ৭.৫৩ লাখ টাকার অনুমোদন দিয়েছে। বজরংয়ের পাশাপাশি তাঁর স্পারিং পার্টনার জিতেন্দ্র সিং এবং তাঁর ফিজিওথেরাপিস্ট আনন্দ কুমারও মস্কোতে গিয়েছেন। ২০২২ সালে বজরং ইউডব্লিউডব্লিউ ব়্যাঙ্কিং ইভেন্ট, বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং চিনের হ্যাংজুতে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে অংশ নেবেন। তিনি বলেন, “আমাকে এই ফেব্রুয়ারিতে ইতালি এবং তুরস্কে র‌্যাঙ্কিং সিরিজে এবং তারপর এপ্রিলে মঙ্গোলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমি আমার সেরাটা দিয়ে এগোতে চাই। কারণ আমার লক্ষ্য প্যারিস ২০২৪ এ আমার পদকের রঙ পরিবর্তন করা।”

আরও পড়ুন: Mohammedan SC: সাদা-কালোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইরফান পাঠান

আরও পড়ুন: Andrey Rublev: এটিপি কাপে খেলা হচ্ছে না করোনা আক্রান্ত আন্দ্রে রুবলেভের

আরও পড়ুন: Novak Djokovic: এটিপি কাপে নেই জকোভিচ, সংশয় বাড়ল অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর উপস্থিতি নিয়ে

Next Article