ICC ODI Player of the Year : একদিনের ক্রিকেটে বর্ষসেরার দৌড়েও নেই কোনও ভারতীয় ক্রিকেটার
ICC: টি-২০র মত একদিনের তালিকাতেও নেই কোনও ভারতীয় প্লেয়ার। মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জেনম্যান মালান ও আয়ারল্যান্ডের পল স্ট্রিলিং।
দুবাই: টেস্ট ও টি-২০ পর এবার একদিনের ক্রিকেট। বর্ষসেরা ক্রিকেটার কে (ICC ODI Player of the Year)? আন্তর্তাকিত ক্রিকেটে কাউন্সিল প্রকাশ করল চার ক্রিকেটারের নাম। যাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে বর্ষসেরা ক্রিকেটারকে। টি-২০র মত এই তালিকাতেও নেই কোনও ভারতীয় প্লেয়ার। মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জেনম্যান মালান ও আয়ারল্যান্ডের পল স্ট্রিলিং।
?? ?? ?? ☘️
Four stars have been nominated for the ICC Men’s ODI Player of the Year 2021 award ?
Details ?https://t.co/C2sZWGeIOV
— ICC (@ICC) December 30, 2021
শাকিব আল হাসান (Shakib Al Hasan) দুবছরের নির্বাসন কাটিয়ে ২০২১ সালে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসান। আল রাউন্ড পারফরম্যান্সে বছরটা মাত করেছে বাংলাদেশের অল রাউন্ডার। ৯ ম্যাচে শাকিবের ব্যাট থেকে এসেছে ২৭৭ রান। গড় ৩৯.৫৭। আছে দুটি হাফ সেঞ্চুরি। অন্যদিকে বল হাতে ১৭টি উইকেট নিয়েছেন শাকিব। অন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও পেয়েছিলেন শাকিব।
বাবর আজম (Babar Azam) পাকিস্থান অধিনায়ক বাবর অজমের ২০২১ কেটেছে স্বপ্নের মত। টেস্ট হোকা বা টি-২০ কিংবা একদিনের ক্রিকেট যে পিচেই নেমেছে সফল হয়েছিন তিনি। ২০২১ সালে একদিনের ক্রিকেটা মাত্র ৬টি ম্যাচ খেলেছেন বাবর আজম। করেছেন ৪০৫। আছে দুটি সেঞ্চুরিও। গড় ৬৭.৫০। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা পাক দল যখন খাবি খেয়েছিল তখন বাবরের ব্যাট থেকে তিন ম্যাচে এসেছিল ১৭৭ রান।
জেনম্যান মালান (Janneman Malan) আট ম্যাচে ৫০৯ রান। গড় ৮৪.৮৩। দুটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি। গোটা বছর ধরে সমস্যার মধ্যে দিয়ে লচা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এযন একমাত্র আশার আলো জেনম্যান মালান। বিশ্বে একদিনের ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সর্বোচচ রান স্কোরার হিসেবে বছর শেষ করেছেন মালান।
পল স্ট্রিলিং (Paul Stirling) সেলেব ক্রিকেটারদের দুরন্ত ক্রিকেটার মাঝেই আয়ারল্যান্ডের এক ক্রিকেটে ২০২১ সালে দুরন্ত পারফর্ম করেছেন। পল স্ট্রিলিং। ২০২১ সালে এই আইরিশ ব্যাটার খেলেছেন ১৪টি ম্যাচ। রান ৭০৫। গড় ৭৯.৬৬। তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। ২০২১ সালে একদিনেক ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান স্কোরার পল স্ট্রিলিং।
আরও পড়ুন : IPL Auction: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রকাশ মেগা নিলামের তালিকা