IPL Auction: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রকাশ মেগা নিলামের তালিকা
IPL: এবার আট দলের সঙ্গে আসরে নামবে নতুন দুই ফ্রাঞ্চাইজি। রিটেনশনের পর প্রায় ২৫০ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন বিশ্বের সব থেকে দামি ক্রিকেট লিগে। বোর্ডের আশা প্রায় ১০০০ জন ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে চলেছেন।
মুম্বই: বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু তাতে বোর্ডের কাজ থেমে থাকছে না। ফেব্রুয়ারিতে আইপিএল (IPL) মেগা নিলামের (mega auction) আয়োজন করতে হবে। হাতে সময় কম। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে বিসিসিআই (BCCI)। ইতিমধ্যেই সমস্ত রাজ্য সংস্থা ও আন্তর্জাতিক বোর্ড গুলিকে এই মর্মে চিঠি পাঠিয়েছে বোর্ড। ১৭ তারিখের মধ্যে জমা দিতে হবে ক্রিকেটারদের তালিকা (player list)।
এবার আট দলের সঙ্গে আসরে নামবে নতুন দুই ফ্রাঞ্চাইজি। রিটেনশনের পর প্রায় ২৫০ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন বিশ্বের সব থেকে দামি ক্রিকেট লিগে। বোর্ডের আশা প্রায় ১০০০ জন ক্রিকেটার নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে চলেছেন।
ফেব্রুয়ারি মাসের ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে মেগা নিলাম হওয়ার কথা। ১১ তারিখ বেঙ্গালুরুতে পৌঁছে যেতে হবে নিমালে অংশ নিতে চাওয়া ফ্রাঞ্চাইজি কর্তাদের। কোভিড পরিস্থিতির জন্য প্রথমে দুবাইয়ে নিলামের আযোজন করার পরিকল্পনা করেছিল বোর্ড। কিন্তু ডিসেম্বরের প্রথম পর্বের দিকে তাকিয়ে আবার দেশেই নিলামের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ডিসেম্বরের শেষ পর্বে এসে দেশে ওমিক্রোনের দাপট ও তৃতীয় ঢেউয়ের আশঙ্ক। তাই অনেকেই মনে করছেন মেগা নিলাম আবার দেশের বাইরে চলে যেতে পারে।
নতুন দুটি দল নির্বাচনের পর কিছুটা সমস্যা পরেছিল বোর্ড। কারণ আমদাবাদ ফ্রাঞ্চাজির দায়িত্ব পাওয়া সিভিসি ক্যাপিটালসকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কমিটি গঠন করে সেই সমস্যা মিটিয়েছে বিসিসিআই। সবুজ সংকেত দেওয়া হয়েছে সিভিসিকে। কিছুটা দেরিতে হলেও কাজ শুরু করেছে তারা। এদিকে আরেক নতুন ফ্রাঞ্চাইজি লখনউ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। সূত্রের খবর রেকর্ড অর্থে কেএল রাহুলকে দলে নিতে চলেছে তারা। তালিকায় আছে রশিদ খানের নামও। মেগা নিলামের আগেই দুই নতুন ফ্রাঞ্চাইজি জানাবে তাদের তিন ক্রিকেটারের নাম যাদের তারা দলে নিতে চলেছে। তারপর বাকি ক্রিকেটারদের নিয়ে হবে নিলাম প্রক্রিয়া।
আরও পড়ুন : India vs South Africa: দল নির্বাচনে কোচ ও অধিনায়ককে কথা বলতে দিন, বলছেন শাস্ত্রী