Pro Kabaddi League: আজ থেকে শুরু প্রো কবাডি লিগ, প্রথম দিনই ছয় দলের লড়াই
দীর্ঘদিন পর প্রো কবাডি লিগ ফিরছে। বিশেষ চমক রয়েছে এ বারের টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের প্রথম চারদিন ‘ট্রিপল হেডার’ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
নয়াদিল্লি: ‘লে পাঙ্গা’ বিউগলটা আজ থেকেই বাজবে। করোনা আবহে শেষমেশ নতুন ফর্ম্যাটে ফিরতে চলেছে প্রো কবাডি লিগের (Pro Kabaddi League) অষ্টম সংস্করণ। তবে, দর্শকশূন্য স্টেডিয়ামে হতে চলেছে পুরো টুর্নামেন্টটি। পাশাপাশি একই বায়ো-বাবলে রয়েছেন ১২টি দলের প্লেয়াররা। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে পুরো টুর্নামেন্টটির আয়োজন করছে মার্শাল স্পোর্টস (Mashal Sports)।
দীর্ঘদিন পর প্রো কবাডি লিগ ফিরছে। বিশেষ চমক রয়েছে এ বারের টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের প্রথম চারদিন ‘ট্রিপল হেডার’ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের সমর্থকরা প্রথম চার দিনের মধ্যেই উপভোগ করতে পারবে নিজেদের প্রিয় দলের খেলা। অষ্টম সংস্করণের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু বুলসের (Bengaluru Bulls) মুখে হবে ইউ মুম্বা (U Mumba)। টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই সমর্থকরা উপভোগ করতে পারনে বিখ্যাত ‘দক্ষিণী ডার্বি’। সেখানে তামিল থালাইভার (Tamil Thalaivas) বিরুদ্ধে নামবে তেলেগু টাইটান্স (Telugu Titans)। এবং প্রথম দিনের তৃতীয় ম্যাচে ইউপি যোদ্ধার (UP Yoddha) মুখে নামবে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স (Bengal Warriors)।
Aali re aali…aata #SuperHitPanga chi baari aali! ?
Excited to see all 1⃣2⃣ captains back on the mat, folks? ?#vivoProKabaddiIsBack pic.twitter.com/2e9ffdomQj
— ProKabaddi (@ProKabaddi) December 21, 2021
উদ্বোধনী ম্যাচের আগে বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়ক মনিন্দর সিং বলছেন, “কবাডি একটা অত্যন্ত কঠিন খেলা। যার জন্য দ্রুত কৌশলগত চিন্তাভাবনা করা এবং মনোযোগী হওয়া প্রয়োজন। আমরা দলগতভাবে মূল কৌশলগুলো নিয়ে কাজ করার জন্য কঠোর পরিশ্রম করছি এবং প্রত্যেকে ফিটনেস নিয়ে বিশেষ কাজ করছে। গত বারের চ্যাম্পিয়ন হিসেবে অষ্টম মরসুমে খেলা শুরু করাটা বেশ অনুপ্রেরণামূলক। আমাদের দল প্রতিটা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক খেলার জন্য এক্কেবারে প্রস্তুত।”
ইউ মুম্বার বিরুদ্ধে এ বারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামতে চলেছেন পবন কুমাার সেহরাওয়াতরা (Pawan Kumar Sehrawat)। বেঙ্গালুরু বুলসের অধিনায়ক, পবন বলেছেন, “আমরা সমস্ত পরিস্থিতি বিবেচনা করেছি এবং পুরো মরসুমে সেরা ফলাফল করার পরিকল্পনা করছি। রনধীর স্যার আমাদের মানসিক ও শারীরিকভাবে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে এইবার সফল হওয়ার জন্য আমাদের সব থেকে সেরা উপায়ে প্রস্তুত করা যায়।”
সেহরাওয়াতদের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামার আগে ইউ মুম্বার অধিনায়ক, ফাজেল আত্রাচালি (Fazel Atrachali) বলছেন, “আমরা বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে মরসুম শুরু করছি। সত্যিকার অর্থেই একটা শক্তিশালী দলের মুখে নামতে চলেছি আমরা। তবে আমরা প্রতিটি প্লেয়ারের বিরুদ্ধে খেলার জন্য তৈরি। আমাদের কাছে প্রত্যেক প্লেয়ারকে ট্যাকেল করার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করেছি। আমরা একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে মরসুম শুরু করতে যাচ্ছি। আমাদের দলে গতি এবং তৎপরতার মিশ্রণ রয়েছে। এবং আমাদের প্রতিরক্ষায় কৌশল এবং দক্ষতা রয়েছে। যার মাধ্যমে ভক্তদের বিনোদন দেওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”