Rafael Nadal: টানা ২০ ম্যাচ অপ্রতিরোধ্য নাদাল ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 20, 2022 | 3:06 PM

টুর্নামেন্টের ফাইনালে ২১টি গ্র্যান্ড স্লামজয়ী রাফা নামবেন আমেরিকার টেলর ফ্রিটজের মুখে।

Rafael Nadal: টানা ২০ ম্যাচ অপ্রতিরোধ্য নাদাল ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে
Rafael Nadal: টানা ২০ ম্যাচ অপ্রতিরোধ্য নাদাল ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে
Image Credit source: Twitter

Follow Us

ইন্ডিয়ান্স ওয়েলস: চলতি বছরে রাফায়েল নাদালের (Rafael Nadal) বিজয়রথ চলছেই। এ যেন রাফা ২.০। স্প্যানিশ সুপারস্টারের প্রতিপক্ষ যেই হোন না কেন, প্রতি ম্যাচে তাঁদের প্রাপ্তি হচ্ছে হার। রাফা-রথ দুরন্ত ছন্দে ছুটে চলেছে ইন্ডিয়ান ওয়েলসেও (Indian Wells)। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নিক কির্গিয়সকে (Nick Kyrgios) হারিয়ে শেষ চারে উঠেছিলেন তিনি। আর সেমিফাইনালে তিনি হারালেন তাঁর দেশেরই উঠতি প্রতিভা কার্লোস আলকারাজকে (Carlos Alcaraz)। ৩ ঘণ্টা ১২ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার্লোসকে ৬-৪, ৪-৬, ৬-৩ এ হারালেন রাফা। এ বার টুর্নামেন্টের ফাইনালে ২১টি গ্র্যান্ড স্লামজয়ী রাফা নামবেন আমেরিকার টেলর ফ্রিটজের মুখে।

অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে এই মরসুম শুরু করেছিলেন রাফা। দীর্ঘ দিন পর মেলবোর্ন পার্কে আবার চ্যাম্পিয়নও হয়েছিলেন। পাশাপাশি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার সঙ্গে সঙ্গেই ছেলেদের টেনিসে প্রথম কোনও প্লেয়ার হিসেবে ২১তম গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডও গড়ে ফেলেছেন স্প্যানিশ টেনিস স্টার। চোট সারিয়ে কোর্টে ফিরে রাফা রীতিমতো ভয় ধরাচ্ছেন প্রতিপক্ষদের। হয়ে উঠেছেন, তাঁর প্রতিপক্ষরা বুঝতে পারছেন। চলতি মরসুমে এই নিয়ে টানা ২০টি ম্যাচে জেতার পর আরও এক খেতাবের সামনে দাঁড়িয়ে রয়েছেন নাদাল।

৩৫ বছরের রাফা ইন্ডিয়ান ওয়েলসের সেমি ফাইনালে নেমেছিলেন ১৮ বছরের কার্লোসের বিরুদ্ধে। বয়স ও অভিজ্ঞতা দুই দিক থেকেই কার্লোস অনেকটাই পিছিয়ে ছিলেন। তা সত্ত্বেও স্নায়ুর চাপ ধরে রেখে এইরকম দুর্ধর্ষ প্লেয়ারের বিরুদ্ধে ৩ ঘণ্টা ১২ মিনিট লড়াই চালিয়ে যাওয়া খুব যে সহজ কাজ, তা কিন্তু নয়। নাদালের বিরুদ্ধে সেমি ফাইনালের প্রথম সেটেই ৬-৪ হেরে যান কার্লোস। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টাতে কোনও ত্রুটি করেননি কার্লোস। এবং দ্বিতীয় সেটে তিনি ৪-৬ ব্যবধানে জিতে নেন। তবে তৃতীয় সেটে নাদাল প্রমাণ করে দেন, তাঁর ধার এখনও রয়েছে। শেষ সেটে ৬-৩ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান রাফা। অন্যদিকে ছেলেদের সিঙ্গলসের অন্য সেমিফাইনালে বিশ্বের সাত নম্বর আন্দ্রে রুবেলভকে ৭-৫, ৬-৪ হারিয়েছেন টেলর ফ্রিটজ।

তিন বার (২০০৭, ২০০৯ ও ২০১৩ সালে) এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। এ বারের ইন্ডিয়ান ওয়েলসে যে তিনিই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: Lakshya Sen: কোন পথে অল ইংল্যান্ড ওপেন ফাইনালে লক্ষ্য সেন, দেখুন ছবিতে

আরও পড়ুন: All England Open: লক্ষ্যর খেতাবের সামনে ভিক্টর কাঁটা

আরও পড়ুন: All England Open: লক্ষ্য সেনের ফোকাসে এখন ফাইনাল

Next Article