Lakshya Sen: কোন পথে অল ইংল্যান্ড ওপেন ফাইনালে লক্ষ্য সেন, দেখুন ছবিতে

জার্মান ওপেনে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেনকে (Lakshya Sen)। এই টুর্নামেন্ট শেষ করেই তিনি নামেন অল ইংল্যান্ড ওপেনের লড়াইয়ে। আজ টুর্নামেন্টের ফাইনালে ভারতের লক্ষ্য নামবেন বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে। তার আগে জেনে নিন কোন পথে অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছেছেন উত্তরাখণ্ডের বাঙালি...

| Edited By: | Updated on: Mar 20, 2022 | 11:37 AM
অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের সৌরভ ভর্মার মুখে নেমেছিলেন লক্ষ্য সেন। ৩৩ মিনিটের লড়াইয়ে ১৭-২১, ৭-২১ ব্যবধানে জেতেন লক্ষ্য। (ছবি-বিডব্লিউএফ ওয়েবসাইট)

অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের সৌরভ ভর্মার মুখে নেমেছিলেন লক্ষ্য সেন। ৩৩ মিনিটের লড়াইয়ে ১৭-২১, ৭-২১ ব্যবধানে জেতেন লক্ষ্য। (ছবি-বিডব্লিউএফ ওয়েবসাইট)

1 / 4
 লক্ষ্য সেন বিশ্বের ৩ নম্বর প্লেয়ার ডেনমার্কের আন্দ্রেস অ্যান্টোনসেনের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন। ৫৫ মিনিটের সেই ম্যাচে স্ট্রেট গেমে আন্দ্রেসকে হারান লক্ষ্য। ম্যাচের ফল লক্ষ্যের পক্ষে ২১-১৬, ২১-১৮। (ছবি-বিডব্লিউএফ ওয়েবসাইট)

লক্ষ্য সেন বিশ্বের ৩ নম্বর প্লেয়ার ডেনমার্কের আন্দ্রেস অ্যান্টোনসেনের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিলেন। ৫৫ মিনিটের সেই ম্যাচে স্ট্রেট গেমে আন্দ্রেসকে হারান লক্ষ্য। ম্যাচের ফল লক্ষ্যের পক্ষে ২১-১৬, ২১-১৮। (ছবি-বিডব্লিউএফ ওয়েবসাইট)

2 / 4
শেষ আটের ম্যাচে চিনা শাটলার লু গুয়াং জু-র বিরুদ্ধে খেলার কথা ছিল লক্ষ্য সেনের। কিন্তু কোয়ার্টার ফাইনালে চিনা শাটলার লক্ষ্যকে ওয়াকওভার দেন। ফলে এই ম্যাচে না খেলেই সেমিফাইনালে পৌঁছে যান ২০ বছরের লক্ষ্য। (ছবি-টুইটার)

শেষ আটের ম্যাচে চিনা শাটলার লু গুয়াং জু-র বিরুদ্ধে খেলার কথা ছিল লক্ষ্য সেনের। কিন্তু কোয়ার্টার ফাইনালে চিনা শাটলার লক্ষ্যকে ওয়াকওভার দেন। ফলে এই ম্যাচে না খেলেই সেমিফাইনালে পৌঁছে যান ২০ বছরের লক্ষ্য। (ছবি-টুইটার)

3 / 4
 টুর্নামেন্টের সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ান শাটলার লি জি জিয়াকে হারান লক্ষ্য সেন। ১ ঘণ্টা ১৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য। (ছবি-টুইটার)

টুর্নামেন্টের সেমিফাইনালে গত বারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ান শাটলার লি জি জিয়াকে হারান লক্ষ্য সেন। ১ ঘণ্টা ১৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য। (ছবি-টুইটার)

4 / 4
Follow Us: