AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rudrankksh Patil: বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা রুদ্রাংশের, প্যারিস অলিম্পিকের কোটা অর্জন ভারতীয় শুটারের

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন বছর আঠারোর রুদ্রাংশ।

Rudrankksh Patil: বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা রুদ্রাংশের, প্যারিস অলিম্পিকের কোটা অর্জন ভারতীয় শুটারের
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 2:53 PM
Share

কায়রো: মিশরের রাজধানী কায়রোতে চলতি আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Championships) সোনা জিতলেন ভারতের তরুণ শুটার রুদ্রাংশ পাটিল (Rudrankksh Patil)। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন বছর আঠারোর রুদ্রাংশ। ইতালির প্রতিপক্ষ ড্যানিলো ডেনিস সোলাজ্জোকে হারিয়ে সোনার হাসি হেসেছেন রুদ্রাংশ। এই জয়ের ফলে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করে ফেলেছেন রুদ্রাংশ। প্যারিস অলিম্পিকের জন্য কোটা অর্জনকারী দ্বিতীয় শুটার হলেন রুদ্রাংশ। তাঁর পাশাপাশি শুক্রবারের ফাইনালে অংশগ্রহণ করেছিলেন অপর এক ভারতীয় শুটার যাদব কিরণ অঙ্কুশ। যদিও কিরণ অল্পের জন্য প্রথম তিনে শেষ করতে পারেননি।

২০০৬ সালে ভারতীয় তারকা শুটার অভিনম বিন্দ্রা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতেছিলেন। সোনাজয়ী অলিম্পিয়ানের পর দ্বিতীয় ভারতীয় শুটার হিসেবে এই ইভেন্ট থেকে সোনা জিতলেন রুদ্রাংশ। কায়রোতে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ৬ টি শটের শেষে রুদ্রাংশের স্কোর গিয়ে দাঁড়ায় ৬৩৩.৯। ফাইনালে মোট ৮জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ভারতের দুই শুটার ছাড়া চিনের দুই শুটার ফাইনাল খেলেন। এ ছাড়াও ইতালি, ইরান, ফ্রান্স এবং চেক প্রজাতন্ত্রের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন ফাইনালে। এই টুর্নামেন্টের ফাইনালে প্রথম চারে শেষ করা প্রতিযোগীরা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।

অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা শুভেচ্ছা জানিয়েছেন রুদ্রাংশকে। টুইটবার্তায় তিনি লেখেন, “রুদ্রাংশ বালাসাহেব পাটিলের অসাধারণ পারফরম্যান্সের জন্য গর্ববোধ করছি। আন্তরিক অভিনন্দন।”

উল্লেখ্য, ক্রোয়েশিয়ায় চলতি বছরের আইএসএসএফ শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেনস ট্র্যাপ প্রতিযোগিতায় চতুর্থ স্থানে শেষ করেন ভৌনিশ মেন্ডিরাট্টা। তার ফলেই ২০২৪ সালে প্যারিসে যাওয়ার ছাড়পত্র পেয়ে যান ২৩ বছরের এই ভারতীয় শুটার।