এশিয়ান টেবল টেনিসে ব্রোঞ্জেই থামলেন শরথরা

যত দিন যাচ্ছে, ভারতের টিটি (TT) টিম ভালো পারফর্ম করছে। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুবাদে এশিয়ান পর্যায়ে সেরাটা দিতে পারছেন শরথ, সাতিয়ানরা।

এশিয়ান টেবল টেনিসে ব্রোঞ্জেই থামলেন শরথরা
এশিয়ান টেবল টেনিসে ব্রোঞ্জেই থামলেন শরথরা (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 7:22 PM

দোহা: ইরানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছিলেন শরথ কমল (Sharath Kamal), জি সাতিয়ানরা (G Sathiyan)। ওই ব্রোঞ্জেই থামলেন ভারতের ছেলেরা। দক্ষিণ কোরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে একটাও ম্যাচ জিততে পারেননি। ০-৩ হেরে গেলেন তাঁরা।

প্রথম ম্যাচে সাতিয়ান পড়েছিলেন বিশ্বের ১২ নম্বর প্লেয়ারের মুখে। উওজিন জ্যাং ১১-৫, ১০-১২, ১১-৮, ১১-৫ জেতেন। শরথের উপর প্রচুর প্রত্যাশা ছিল। অলিম্পিকের সময় তিনি যথেষ্ট ফর্মে ছিলেন। তিনিও হেরে বসেন লি সাংসুর কাছে। প্রথম গেমটা জিতেছিলেন শরথ। দ্বিতীয় গেমে আবার হেরে বসেন। তৃতীয় গেমে ফিরে এসেছিলেন ভারতীয় টিটি তারকা। কিন্তু পরের দুটো গেমে আর দাঁড়াতে পারেননি। হরমীত দেশাইও দাঁড়াতে পারেননি।

মনিকা বাত্রার মতো অভিজ্ঞ প্লেয়ার না থাকার প্রভাব পড়েছে মেয়েদের টিমেও। একমাত্র সুতীর্থা মুখোপাধ্যায় কিছুটা লড়াই করেন। অর্চানা কামাথ, সৃজা আকুলারাও নিজেদের সেরাটাই দিয়েছেন। সব মিলিয়ে পঞ্চমস্থানে শেষ করেছেন ভারতের মেয়েরা।

যত দিন যাচ্ছে, ভারতের টিটি (TT) টিম ভালো পারফর্ম করছে। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুবাদে এশিয়ান পর্যায়ে সেরাটা দিতে পারছেন শরথ, সাতিয়ানরা। তবে, এশিয়ান পর্যায়ে আরও বেশি সাফল্য পেতে হলে নির্দিষ্ট পরিকল্পনা দরকার, এমনও মনে করছে টিটিমহল। বিদেশে দীর্ধমেয়াদী শিবির, আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টই অলিম্পিকের মতো আসরে সাফল্যের মঞ্চে তুলতে পারে ভারতকে।