Leander Paes: লিয়েন্ডারে আস্থা জয়দীপ-দোলাদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 29, 2021 | 5:50 PM

প্রত্যাবর্তন যাঁর রক্তে মিশে, হারিয়ে যেতে যেত যিনি বার বার উঠে পড়েছেন সাফল্যের শিখরে, সেই লিয়েন্ডার আত্মবিশ্বাসী। এমনকি লিয়েন্ডারকে যাঁরা ছেলেবেলা থেকে চেনেন তাঁরাও একই দৃঢ়তার সঙ্গে বলছেন, লিয়েন্ডার ঠিক সাফল্য পাবেন।

Leander Paes: লিয়েন্ডারে আস্থা জয়দীপ-দোলাদের
লিয়েন্ডারে আস্থা জয়দীপ-দোলাদের (ছবি-টুইটার)

Follow Us

কলকাতা: টেনিস (Tennis) কোর্ট ছেড়ে হঠাৎই রাজনীতির আঙিনায় লিয়েন্ডার পেজ (Leander Paes)। গোয়া নির্বাচনে (Goa Election) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চমকের মুখ হতে চলেছেন বেকবাগানের লি। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে (Olympics) ব্রোঞ্জ পাওয়া লিয়েন্ডার, ১৮টা গ্র্যান্ড স্লামের মালিক, মধুসূদন দত্তের বংশোধর লিয়েন্ডার কি রাজনীতির কোর্টে একইরকম স্ম্যাশ করতে পারবেন? প্রত্যাবর্তন যাঁর রক্তে মিশে, হারিয়ে যেতে যেত যিনি বার বার উঠে পড়েছেন সাফল্যের শিখরে, সেই লিয়েন্ডার আত্মবিশ্বাসী। এমনকি লিয়েন্ডারকে যাঁরা ছেলেবেলা থেকে চেনেন তাঁরাও একই দৃঢ়তার সঙ্গে বলছেন, লিয়েন্ডার ঠিক সাফল্য পাবেন।

রাজনীতিতে পা দেওয়ার দিন প্রিয় লি-কে নিয়ে কে কী বললেন?

জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন টেনিস খেলোয়াড়

প্রথমে শুনে একটু অবাকই হয়েছিলাম। তবে আশা করব, ও রাজনীতির কেরিয়ারেও নিজেকে প্রতিষ্ঠা করবে। কলকাতার ছেলে। এখানেই টেনিস শিখে বড় হয়ে ওঠা। তবে জন্মসূত্রে ও গোয়ান। গোয়া তৃণমূলের জন্য ভালো হল। লিয়েন্ডার পেজ একজন জনপ্রিয় মুখ। পৃথিবীর সর্বত্র খেলেছে। তাই রাজনীতিতে ওকে নতুন করে কারও চেনার দরকার হবে না।

দোলা বন্দ্যোপাধ্যায়, তিরন্দাজ

ঝকঝকে টেনিস কেরিয়ার। দেশের অন্যতম সেরা ক্রীড়া আইকন। গোয়া তৃণমূলে লিয়েন্ডারের যোগ দেওয়ার খবর শুনে উচ্ছ্বসিত। ভারতীয় ক্রীড়া জগতের জন্য আরও ভালো হবে। লিয়েন্ডারের জন্য শুভেচ্ছা রইল।

এনরিকো পিপার্নো, প্রাক্তন টেনিস খেলোয়াড়

খুব খুশির খবর। গোয়া তৃণমূলের পক্ষে ভালো। অনেক বড় মাপের খেলোয়াড়। আশা করব, রাজনীতিতেও ওর কেরিয়ার সুদীর্ঘ হবে। জন্মসূত্রে ও একজন গোয়ান। তাই সেখানকার আবেগ ভালো মতোই জানে। ওর কাঁধে এখন অনেক দায়িত্ব। ঠিক পালন করবে। টেনিস কেরিয়ারে যেমন কঠিন চ্যালেঞ্জ সামলেছে, রাজনীতির কেরিয়ারেও এ রকম অনেক চ্যালেঞ্জ সামলাবে। রাজনীতিতে যোগ দেওয়ায় ভারতীয় টেনিসও আরও গুরুত্ব পাবে।

আরও পড়ুন: West Indies vs Bangladesh Live Score, T20 World Cup 2021: রান তাড়া করতে নেমে পড়েছে বাংলাদেশ

আরও পড়ুন: Leander Paes join Trinamool Congress: গোয়াতেও শুরু হল ‘খেলা’, তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

Next Article