Roger Federer: অবসর ম্যাচ নিয়ে ভাবুক ফেডেরার, পরামর্শ বার্ডিচের

যতই নিজেকে আবার সাফল্যের শিখরে দেখতে চান ফেডেরার, বয়সই তাঁর সবচেয়ে বড় বাধা, মনে করছেন বার্ডিচ।

Roger Federer: অবসর ম্যাচ নিয়ে ভাবুক ফেডেরার, পরামর্শ বার্ডিচের
Roger Federer: অবসর ম্যাচ নিয়ে ভাবুক ফেডেরার, পরামর্শ বার্ডিচের (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 5:42 PM

লন্ডন: প্রত্যাবর্তন নয়, রজার ফেডেরারের (Roger Federer) ভাবা উচিত তাঁর অবসর ম্যাচ নিয়ে। এমনই বলছেন তাঁর এক সময়ের কঠিন প্রতিপক্ষ টমাস বার্ডিচ (Tomas Berdych)। ৪০ বছরের কিংবদন্তি টেনিস (Tennis) প্লেয়ার হাঁটুর চোটের জন্য কোর্টের বাইরে চলে গিয়েছিলেন। অস্ত্রোপচারও করা হয়েছে। সেই তিনিই এখন রিহ্যাব করছেন, নতুন করে কোর্টে ফেরার জন্য। ফেডেরার বিশ্বাস করেন, বয়স যতই চল্লিশ হোক, এখনও তাঁর মধ্যে অনেক টেনিস বাকি রয়েছে।

লন্ডনে চ্যাম্পিয়ন্স টেনিস ইভেন্ট খেলতে গিয়ে বার্ডিচ বলেছেন, ‘রজার হয়তো কোর্টে ফেরার প্রস্তুতি নিচ্ছে। হয়তো নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলার পরিকল্পনাও করছে। সারা বিশ্ব জুড়ে ওর প্রচুর ভক্ত। ও যদি অবসর নিতে না চায়, তাতে কোনও সমস্যা নেই। আমার তো মনে হয়, রজারের আর নতুন করে কিছু প্রমাণ করার নেই। সেই কারণেই ওকে দেখতে হবে, কোর্টে ফেরার পর কেমন খেলছে। আর কী ভাবে শেষ করছে ওর কেরিয়ার।’

২০টা গ্র্যান্ড স্লামের মালিক ফেডেরার। রাফায়েল নাদাল ও নভোক জকোভিচও ২০-তেই দাঁড়িয়ে আছেন। এই প্রজন্মের তিন সেরা টেনিস প্লেয়ারই দাপিয়ে বেড়িয়েছেন কোর্ট। সাম্প্রতিক কালে টেনিসে বড় কোনও সাফল্য নেই। গত মরসুমে উইম্বলডন খেলার সময়ই আবার চোট পেয়েছিলেন হাঁটুতে। তারপর থেকে কোর্টের বাইরে তিনি। ফেডেরারে কোচ অবশ্য বলেছেন, ৪০ বছরের যে কোনও প্লেয়ারের পক্ষে চোট সারিয়ে আগের মতো ছন্দে ফেরা সম্ভব নয়। সময় লাগবে।

যতই নিজেকে আবার সাফল্যের শিখরে দেখতে চান ফেডেরার, বয়সই তাঁর সবচেয়ে বড় বাধা, মনে করছেন বার্ডিচ। চেক টেনিস তারকার কথায়, ‘নতুন করে কোর্টে ফেরার যতটা ভালো সম্ভব প্রস্তুতি নিচ্ছে ও। কিন্তু ওর এটুকু বোঝার মতো অভিজ্ঞতা আছে যে, একটা টুর্নামেন্ট খেলেই কিন্তু ও ছন্দ পাবে না। ওর ৪০ বছর বয়স। এই বয়সে কিন্তু নিজেকে ঠিকঠাক বুঝে উঠতে পারাটা খুব মুশকিল। ৩০ বছরের কোনও প্লেয়ার যদি চোটের কারণে ছ’মাস মাঠের বাইরে চলে যায়, তা হলে দারুণ প্রস্তুতি নিয়ে ফিরে আসা সম্ভব। কিন্তু ফেডেরারের যা বয়স, তাতে ওকে কিন্তু মানসিক ভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিতে হবে।’