টোকিও: করোনা (COVID-19) আতঙ্কের মাঝেই টোকিওয় (Tokyo) এবার ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার ১ ব্যক্তি। জাপানের (Japan) এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার উজবেকিস্তানের (Uzbekistan) এক ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, গত সপ্তাহে উজবেকিস্তানের ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন জাপানের এক মহিলা।
অভিযুক্তের নাম দাভরনভেক রাখমাতুল্লায়েভ (Davronbek Rakhmatullaev)। জাপানের এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ৩০ বছরের এই উজবেক ব্যক্তি। গত সপ্তাহে শুক্রবার ২০ বছরের এক জাপানী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। সূত্রের খবর, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সাল দেখার সময় স্টেডিয়ামের দর্শকাসনে জাপানী তরুণীকে যৌন নিগ্রহের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি।
সমস্ত অভিযোগ অবশ্য খারিজ করেছেন অভিযুক্ত উজবেক ব্যক্তি। তিনি বলেন, শারীরিক ভাবে পারস্পরিক কাছে আসার সময় জাপানী তরুণী তাকে কোনও বাধা দেয়নি। টোকিও গেমসের পার্ট টাইম ওয়ার্কার উজবেক ব্যক্তি এবং জাপানী তরুণী।
আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: ফের করোনার থাবা, সংক্রমিত দঃ আফ্রিকার ২ ফুটবলার, ১ সাপোর্ট স্টাফ