TOKYO OLYMPICS 2020: ফের করোনার থাবা, সংক্রমিত দঃ আফ্রিকার ২ ফুটবলার, ১ সাপোর্ট স্টাফ

আজ সকালেই অলিম্পিক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ১০ আক্রান্তের সংখ্যা সরকারি ভাবে জানা যায়। বেলা গড়াতে ফের করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ল।

TOKYO OLYMPICS 2020: ফের করোনার থাবা, সংক্রমিত দঃ আফ্রিকার ২ ফুটবলার, ১ সাপোর্ট স্টাফ
TOKYO OLYMPICS 2020: ফের করোনার থাবা, সংক্রমিত দঃ আফ্রিকার ২ ফুটবলার, ১ সাপোর্ট স্টাফ

টোকিও: সময় যত এগোচ্ছে, টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) করোনা (COVID-19) সংক্রমিতের সংখ্যাও তত বাড়ছে। আজ সকালেই অলিম্পিক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ১০ আক্রান্তের সংখ্যা সরকারি ভাবে জানা যায়। বেলা গড়াতে ফের করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ল। দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের ৩ সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ। তার মধ্যে ২ জন ফুটবলার আর ১ জন ভিডিও অ্য়ানালিস্ট।

দক্ষিণ আফ্রিকার (South Africa) ২ ফুটবলার থাবিসো মোনায়েন আর কামোহেলো মালাতসি করোনা সংক্রমিত হয়েছেন। ভিডিও অ্যানালিস্ট মারিও মাশার কোভিড রিপোর্টও পজিটিভ এসেছে। ভিডিও অ্যানালিস্ট মারিও মাশা আর ফুটবলার কামোহেলোর জ্বর আছে। জাপান পৌঁছানোর পর দক্ষিণ আফ্রিকার ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। তার রিপোর্ট আসতেই ফের বাড়ল উদ্বেগ।

বৃহস্পতিবারই অলিম্পিক অভিযানে নামছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ আয়োজক দেশ জাপান। ৩ সদস্য করোনা সংক্রমিত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অনুশীলনও স্থগিত হয়ে গেল। পুরো দল আপাতত কোয়ারান্টিনেই রয়েছে।

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: অ্যাথলিটদের যৌন সঙ্গম রুখতে অভিনব ভাবনা আয়োজক কমিটির

Click on your DTH Provider to Add TV9 Bangla