Australian Open: স্পুটনিকে আপত্তি, অস্ট্রেলিয়ান ওপেনে নেই মেদভেদেভরা?
তথ্য সামনে এনেছেন রাশিয়ার টেনিস খেলোয়াড় নাতা ভিখলানাতসেভা (Nata Vikhlyantseva)। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন, "অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না আমার। গত কয়েকটি টুর্নামেন্টে যে পারফরম্যান্স আমি করেছি সেটা নিয়ে যথেষ্ট খুশি। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ইচ্ছে ছিল। কিন্তু স্পুটনিক স্থানীয় স্বাস্থ্য সংস্থা গুলির দ্বারা অনুমোদিত নয়। অস্ট্রেলিয়ান ওপেন ও সব খেলোয়াড়কে শুভেচ্ছা।"
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) কি দেখা যাবে না দানিল মেদভেদেভকে (Danil Medvedev)? গত মরসুমে টেনিস বিশ্বে রাশিয়ান তারকা ছিলেন নোভাক জোকোভিচের (Novac Djokovic) সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সেই তিনিই মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আয়োজকদের তরফে বলা হয়েছে, যে সব টেনিস প্লেয়ার স্পুটনিক ভি (Sputnik V) ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ক্ষেত্রে ছাড়পত্র নাও দিতে পারে। অবশ্য মেদভেদেভ স্পুটনিক নিয়েছেন কি না সেটা এখনও জানা যায়নি। অন্যান্য রাশিয়ান (Russia) প্লেয়াররা কিন্তু এর ফলে চাপে পরে যেতে পারেন।
বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন কি না তা নিয়ে জটিলতার শেষ নেই। টুর্নামেন্টে শুরু হতে হাতে গোনা কয়েকদিন বাকি। এখনও কাটেনি ধোঁয়াশা। এরমধ্যে নতুন জটিলতা রাশিয়ার খেলোয়াড়দের নিয়ে। কারণ সেই ভ্যাকসিন। রাশিয়ার অধিকাংশ খেলোয়াড়ই তাঁদের দেশের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়া সরকার এখনও অনুমোদন দেয়নি স্পুটনিক ভি-কে। এই তথ্য সামনে এনেছেন রাশিয়ার টেনিস খেলোয়াড় নাতা ভিখলানাতসেভা (Nata Vikhlyantseva)। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন, “অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না আমার। গত কয়েকটি টুর্নামেন্টে যে পারফরম্যান্স আমি করেছি সেটা নিয়ে যথেষ্ট খুশি। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ইচ্ছে ছিল। কিন্তু স্পুটনিক স্থানীয় স্বাস্থ্য সংস্থা গুলির দ্বারা অনুমোদিত নয়। অস্ট্রেলিয়ান ওপেন ও সব খেলোয়াড়কে শুভেচ্ছা।”
Unfortunately, I will not participate in this year AO event. I’m really happy with a level of tennis I showed on a last few events and I wish to play in ?? but Sputnik is not verified yet. Good luck for all participants and AO team, who always made amazing events!?? pic.twitter.com/l2UDmUmSF8
— Nata Vikhlyantseva (@NVikhlyantseva) December 20, 2021
বর্তমানে বিশ্বের ১৯৪ নম্বর খেলোয়াড় নাতা ভিখলানাতসেভা। এটাই ছিল নাতার কাছে প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেলার সুযোগ। কিন্তু হতাশ হতে হচ্ছে ২৪ বছরের তরুণীকে। অংশগ্রহণের জন্য যোগ্যতা নির্নায়ক পর্বের টুর্নামেন্ট খেলে মেলবোর্ন পার্কের যোগ্যতা অর্জন করেছিলেন নাতা।
নাতা এই পোস্টেই প্রশ্ন উঠছে আর এক তারকাকে নিয়ে। বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা তারকা দানিল মেদভেদেভ । তিনিও রাশিয়ার খেলোয়াড়। তিনিও কোভিডের টিকা নিয়েছেন। রাশিয়ার টেনিস ফেডারেশনই কিছুদিন আগে এই তথ্য দিয়েছে। তবে কোন সংস্থা বা দেশের তৈরি টিকা নিয়েছেন মেদভেদেভ সেটা জানানো হয়নি। তাই তাঁর খেলা নিয়েও হঠাত্ করেই তৈরি হয়েছে সংশয়।
আরও পড়ুন : ভুল শুধরে ধারাবাহিক হতে হবে শ্রীকান্তকে, পরামর্শ গোপীচাঁদের