ভুল শুধরে ধারাবাহিক হতে হবে শ্রীকান্তকে, পরামর্শ গোপীচাঁদের
Pullela Gopichand on Kidambi Srikanth:বিশ্ব মিটের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেনকে হারিয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু ফাইনালে ২৪ বছরের সিঙ্গাপুরের লো কিনের কাছে হেরে যান। গোপীর যুক্তি, 'ঠিক সময়ে ফর্ম ফিরে পেয়েছিল কিদাম্বি। কিন্তু ধারাবাহিক হওয়ার জন্য ওকে নিজের ভুলত্রুটিগুলো আরও শুধরে নিতে হবে।'
নয়াদিল্লি: বিশ্ব মিটের ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছেন। কিন্তু সোনার খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে কিদাম্বি শ্রীকান্তকে (Kidambi Srikanth)। নিজের ভুলেই দুরন্ত ইতিহাস অধরা রয়ে গিয়েছে তাঁর। তবু, রুপো পেয়েও ইতিহাস গড়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। শ্রীকান্তের আগে আর কোনও ভারতীয় পুরুষ শাটলার রুপো পাননি। সেই কিদাম্বিকে নিয়ে কিন্তু পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand) বলে দিচ্ছেন, নিজের ভুলগুলো শুধরে নিতে পারলে তিনি আরও এগোবেন।
গুন্টুরের ২৮ বছরের শাটলারকে নিয়ে জাতীয় কোচ গোপীচাঁদের ব্যাখ্যা, ‘বিশ্ব মিট যত এগিয়েছে, তত ধারালো হয়েছে কিদাম্বির খেলা। বছরের শুরুতে যখন খেলা শুরু করেছিল, তখন ওর আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি ছিল। কিন্তু যত এগিয়েছে মরসুম তত নিজেকে মেলে ধরতে পেরেছিল। বিশেষ করে লি জি জিয়া, কেন্তো মোমোতার মতো প্লেয়ারদের বিরুদ্ধে ওর পারফরম্যান্স আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল।’
বিশ্ব মিটের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেনকে হারিয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু ফাইনালে ২৪ বছরের সিঙ্গাপুরের লো কিনের কাছে হেরে যান। গোপীর যুক্তি, ‘ঠিক সময়ে ফর্ম ফিরে পেয়েছিল কিদাম্বি। কিন্তু ধারাবাহিক হওয়ার জন্য ওকে নিজের ভুলত্রুটিগুলো আরও শুধরে নিতে হবে। সামনের মরসুমে কিন্তু কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস রয়েছে। তাতে সাফল্য পেতে হলে নিজেকে আরও ধারাবাহিক করতে হবে।’
গতবার কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীকান্ত। ২০১৭ সালে পাঁচটা সুপার সিরিজের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু পর পর চোট আঘাত পরের বছরগুলোয় কিছুটা হলেও সমস্যায় ফেলেছিল ভারতীয় শাটলারকে। সেখান থেকে বেরিয়ে এসে আবার সাফল্যের সন্ধান দিচ্ছেন।
গোপী কিন্তু বলে দিচ্ছেন, ‘পর পর দুটো টুর্নামেন্টের সেমিফাইনাল খেললে চোটের ঠিকঠাক পরিচর্যা করা যায় না। চোট সমস্যায় ফেলছিল শ্রীকান্তকে। কিন্তু অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য সে সব ভুলে কোর্টে ফিরতে হয়েছিল। যেটা নিশ্চিতভাবে ওকে সমস্যায় ফেলেছিল। তবে এখন ওকে কোর্টে দেখে ভালো লাগছে। স্পেনে বিশ্ব মিটে তিন গেমের তিনটে ম্যাচ খেলেছে। সুদিরমান কাপের পর থেকে বিশ্রামও পায়নি ও।’
ভারতের তিন শাটলার শ্রীকান্ত, লক্ষ্যর সঙ্গে এইচ প্রণয়ও শেষ আটে পা দিয়েছিলেন। বিশ্ব মিটে ভারতীয় ছেলেদের ধারাবাহিকতা সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। গোপীচাঁদ বলছেন, ‘ভারতের তিন শাটলার কোয়ার্টার ফাইনাল খেলছে। দু’জন সেমিফাইনালে উঠছে। একজন ফাইনালে। বিশ্ব মিটে এটা দারুণ সাফল্য। লক্ষ্য যেমন দারুণ খেলেছে, প্রণয়ও সেরাটা দিচ্ছে। সেই সঙ্গে সমীরও ভালো খেলার চেষ্টা করছে। এরাই আগামী বছর আরও সাফল্য দেবে।’