দীর্ঘ ৪১ বছরের খরা কাটিয়ে টোকিওতে পদক জিতেছিল ভারতীয় পুরুষ হকি দল। এ বার প্রত্যাশা আরও বেশি। দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। এ বারও পদকের আশা দেখাচ্ছেন হরমনপ্রীতরা। তবে আম্পায়ারিং চিন্তা রাখছে ভারতকে। এ দিন পেনাল্টি শুটআউটে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। যদিও ভারতকে হারাতে দুর্নীতির আশ্রয় নিয়েছিল গ্রেট ব্রিটেন, এমনটাই অভিযোগ হকি ইন্ডিয়ার। জঘন্য আম্পায়ারিং নিয়ে চিন্তার কথা জানিয়েছে ভারতীয় হকি সংস্থা। ভারতের পদক জয়ের পথেও অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এমন আম্পায়ারিং।
প্যারিস অলিম্পিক্সে ভারত-গ্রেট ব্রিটেন হকি ম্যাচে তোলপাড়। গ্রেট ব্রিটেনের গোলরক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হকি ইন্ডিয়ার। টাইব্রেকারের সময় ভিডিয়ো ট্যাবের ব্যবহার গ্রেট ব্রিটেনের গোলরক্ষকের। অভিযোগ, ট্যাবের মাধ্যমে স্ট্র্যাটেজি ঠিক করছিলেন ব্রিটিশ গোলকিপার। অভিযোগ গ্রেট ব্রিটেনের কোচের বিরুদ্ধেও। গোলপোস্টের পিছন থেকে শুটআউটের সময় কথা বলছিলেন তিনি। গোলরক্ষককে নানা পরামর্শ দিচ্ছিলেন। অমিত রোহিদাসকে লাল কার্ড দেখানো নিয়েও সরব হকি ইন্ডিয়া। আম্পায়ারের ভূমিকায় ক্ষুব্ধ।
অলিম্পিকে পদকের স্বপ্ন উজ্জ্বল ভারতীয় হকি দলের। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। ভালো খেলেও যদি পদক হাতছাড়া হয়, তার চেয়ে হতাশার কিছু হতে পারে। গ্রেট ব্রিটেন ম্যাচেও ভারতকে হারানোর নানা ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ। সে কারণেই নড়েচড়ে বসেছে সর্বভারতীয় হকি সংস্থা। আম্পায়ারিং এবং গ্রেট ব্রিটেন কোচ-গোলরক্ষকের বিরুদ্ধে আন্তর্জাতিক হকি সংস্থার কাছে অভিযোগও দায়ের করেছে। সেখানে আম্পায়ারিংয়ের বিষয়টিও বিশেষ করে তুলে ধরা হয়েছে।