LA28, Olympics: পরের অলিম্পিকে একটি সোনা নিশ্চিত ভারতের! কেন জানেন?

Aug 10, 2024 | 3:20 AM

Paris Olympics 2024: ভারতের কথাই ধরা যাক। মনু ভাকের, স্বপ্নিল কুশালে, অমন শেরাওয়াতরা ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এনেছেন। ভারতীয় হকি দল টানা দ্বিতীয় অলিম্পিকে ব্রোঞ্জ এনেছে। লস অ্যাঞ্জেলসে কী প্রত্যাশা থাকবে? কেনই বা বলা হচ্ছে, একটি সোনার পদক নিশ্চিত করে নামবে ভারত!

LA28, Olympics: পরের অলিম্পিকে একটি সোনা নিশ্চিত ভারতের! কেন জানেন?
Image Credit source: OLYMPICS WEBSITE

Follow Us

প্যারিস অলিম্পিক শেষের পথে। এখন থেকেই যেন অপেক্ষা শুরু চারটি বছর কেটে যাওয়ার। অ্যাথলিটদের কাছে এই চার বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্যারিসে অংশ নেওয়া অনেক অ্যাথলিটই পরের বার লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও অংশ নেবেন। অনেক নতুন মুখও থাকবেন। পুরনোদের মধ্যে যাঁরা এ বার সাফল্য পেয়েছেন, তাঁদের লক্ষ্য থাকবে, সেই ধারাবাহিকতা বজায় রাখায়। আর যাঁরা সাফল্য পেলেন না, কিংবা প্রত্যাশা পূরণ হয়নি, তাঁদের লক্ষ্য থাকবে এই চার বছরে প্রচণ্ড পরিশ্রম করে পুরো প্রস্তুত হয়ে নামা। ভারতের কথাই ধরা যাক। মনু ভাকের, স্বপ্নিল কুশালে, অমন শেরাওয়াতরা ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এনেছেন। ভারতীয় হকি দল টানা দ্বিতীয় অলিম্পিকে ব্রোঞ্জ এনেছে। লস অ্যাঞ্জেলসে কী প্রত্যাশা থাকবে? কেনই বা বলা হচ্ছে, একটি সোনার পদক নিশ্চিত করে নামবে ভারত!

মনু ভাকের প্যারিসে জোড়া ব্রোঞ্জ এনেছেন। একটি ব্যক্তিগত ইভেন্টে, আর একটি মিক্সড টিম ইভেন্টে। নিঃসন্দেহে পরবর্তী অলিম্পিকে তাঁর উপর বাড়তি প্রত্যাশা থাকবে। যাঁরা এ বার অল্পের জন্য পদক মিস করেছেন, তাঁদের দিকেও বাড়তি নজর থাকবে। তবে সোনার পদকের জন্য অন্য একটা বিষয় রয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকবে ক্রিকেট। পুরুষ ও মহিলা উভয় টিমই অংশ নেবে অলিম্পিকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আরও একঝাঁক নতুন মুখ এসেছে ভারতীয় টিমে। তাঁরা পারফর্মও করছেন। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে আরও কিছু নতুন মুখ দেখা যেতে পারে। এটা তো হল শর্টটার্ম পরিকল্পনা। তবে টিম হিসেবে ধারাবাহিকতা দেখাতে পারলে তরুণ ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যতে বড় স্বপ্ন দেখাই যায়। ভারতীয় ক্রিকেটাররা লস অ্যাঞ্জেলস অলিম্পিক নিয়ে কতটা উত্তেজিত?

প্যারিস অলিম্পিকে হাজির ছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী টিমের কোচ রাহুল দ্রাবিড়। একটি অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন আইসিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জিওফ অ্যালডারিসও। সেখানেই রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ড্রেসিংরুমে অলিম্পিক নিয়ে নানা আলোচনা শুনেছেন। দ্রাবিড়ের কথায়, ‘অলিম্পিকের গেমস ভিলেজে থাকা, ওখানে বিশ্বের সেরা অ্যাথলিটদের সঙ্গে কথা বলার সুযোগ, ওদের দেখে অনেক কিছু শেখার সুযোগ। ক্রিকেটাররা অনেক সময়ই লস অ্যাঞ্জেলস অলিম্পিক নিয়ে আলোচনা করেছেন।’

এরপর একটি মজার কথাও বলেন দ্রাবিড়। তাঁর কথায়, ‘সত্যি বলতে ওদের কথা শুনে আমারও মনে হয়েছিল, যদি অলিম্পিকে নামতে পারতাম। সেটা সম্ভব নয়। তবে আমি থাকব। সেটা যে ভূমিকাতেই হয়তো। প্রয়োজনে কোনও সংবাদমাধ্যমের হয়েও কাজ করতে রাজি। অলিম্পিকের অভিজ্ঞতা কে মিস করতে চায়!’ পাশাপাশি দ্রাবিড় আশা প্রকাশ করেছিলেন, ভারতীয় ক্রিকেট ও মহিলা দল লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সোনা জিততে পারে। তাঁর এই আশা অসম্ভব নয়। কে জানে, হয়তো দ্রাবিড়ের এই আশাই সত্য়ি হল! রিঙ্কু সিং, রিয়ান পরাগ, সূর্যকুমার যাদব কিংব স্মৃতি মান্ধানাদের গলায় অলিম্পিকের সোনার পদক!

Next Article