কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics) ভারতের পদক ছিল এক ডজনেরও বেশি। কিন্তু হাফডজন পদক খুঁজে পাওয়া যাচ্ছে না। অবাক হচ্ছেন? ভাবতেই পারেন, এ তো ভুল তথ্য। কিন্তু তা ঠিক নয়। এ বার সত্যিই ভারত প্যারিস গেমস থেকে ১৩ টি পদক নিয়ে দেশে ফিরত। কিন্তু কোথায় কী! আসছে মাত্র ৬টি পদক। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের চলতি সংস্করণ থেকে শুক্রবার রাত অবধি ৫টি পদকই ভারতে আসার পথে ছিল। কিন্তু ভারতীয় সময় অনুযায়ী, রাত বাড়তেই দেশকে কুস্তি থেকে পদক এনে দিলেন আমন শেরাওয়াত। যার ফলে প্যারিস থেকে ভারতীয় অ্যাথলিটরা হয়তো মাত্র ৬টি পদক নিয়ে দেশে ফিরে আসবেন। কিন্তু তা হতে পারত ১৩টি পদক। আর ৬টি পদক গেল কোথায়?
বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে এশিয়ান গেমসে ১০০-র বেশি পদক প্রাপ্তির পর ভারতীয় ক্রীড়া মহল ধরেছিল এ বার প্যারিস অলিম্পিক থেকে ১০টি পদক দেশে আসবে। যদি সব ঠিক থাকত, চতুর্থর গেরোয় না আটকে পড়তে হত তা হলেই দেশে ১০টির বেশি পদক আসত। অতীতে ভারতের প্রচুর অ্যাথলিট চতুর্থ স্থানে শেষ করেছেন। তালিকায় মিলখা সিং, পিটি উষা, দীপা কর্মকাররা রয়েছেন। এ বার সেই তালিকা আরও লম্বা হল।
প্যারিস অলিম্পিকে চতুর্থ স্থানে থেমেছেন যে ভারতীয় অ্যাথলিটরা—
প্যারিস অলিম্পিকে ভারতের একাধিক অ্যাথলিট চতুর্থ হয়েছেন। তাঁরা যদি তৃতীয় হতে পারতেন, তা হলেই ভারতের পদকের ঝুলি ফুলে ফেঁপে যেত।
প্যারিস থেকে ভারতের ৬টি পদক হাতছাড়া হয়েছে অ্যাথলিটরা চতুর্থ স্থানে শেষ করেছেন বলে। আর এ ছাড়া বিনেশ ফোগাট মেয়েদের ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেছিলেন। ১০০ গ্রাম ওজন তাঁর বেশি হওয়ার দরুণ তিনি বাতিল হয়ে যান। তাঁর হাত ধরে ভারতে রুপো আসা নিশ্চিত ছিল। ৪টি ব্রোঞ্জ ও ১টি রুপো পেয়ে মোট ৬ পদক ভারতের। অলিম্পিকের পদক তালিকায় ৬৬ নম্বরে ভারত।