কলকাতা: লিওনেল মেসির বাড়ির ঠিকানা জানা আছে? আপনি যদি জানেন, যোগাযোগ করতে পারেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)সঙ্গে। আর রাফায়েল নাদালের বাড়ির ঠিকানা জানলেও, তা জানাতে পারেন ভারতীয় অলরাউন্ডারকে। হার্দিক হয়তো খোঁজ করছেন তাঁদের বাড়ির। কিন্তু কেন? আসলে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন, তিনি বিশেষ উপহার দিতে চান লিওনেল মেসি, রাফায়েল নাদালকে। শুধু তাই নয়, তাঁর বিশেষ উপহার পাঠানোর তালিকায় নোভাক জকোভিচের নামও রয়েছে। আর উপহার পাঠাতে গেলে ঠিকানাও তো লাগবে নাকি! তাই বলা যায় হার্দিকের এখন চাই মেসি-রাফা-জোকারের বাড়ির ঠিকানা।
গত কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটের অন্যতম চর্চিত ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। আইপিএলের সময় মুম্বই ইন্ডিয়ান্সের নেতা হয়ে চরম অপমান সহ্য করতে হয়েছিল তাঁকে। এরপর টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের নায়ক হওয়ার পর তাঁকেই মাথায় তুলেছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সমালোচকদের মুখ বন্ধও করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর ক্রিকেট জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিরাট আলোচনা হয়। কিছুদিন আগে সার্বিয়ান সুন্দরী নাতাশা স্তানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ডিভোর্স হয়েছে। তারপরই নিজের অ্যাক্টিভওয়ের ব্র্যান্ড লঞ্চ করেছেন। হার্দিকের নতুন ব্র্যান্ডের এক্সক্লুসিভ উপহার তিনি বিশ্বের তিন সেরা অ্যাথলিটকে দিতে চান।
হার্দিকের নতুন ব্র্যান্ড লঞ্চের অনুষ্ঠানে সঞ্চালক যতীন সাপ্রু দেশের অলরাউন্ডারকে প্রশ্ন করেন, আপনি যদি আপনার অটোগ্রাফ-সহ ‘হার্দিক পান্ডিয়া পারফরম্যান্স ওয়্যার’ পাঠাতে চান, তা হলে কোন তিন গ্লোবাল স্পোর্টস আইকন বা ৩ গ্লোবাল অ্যাথলিটকে পাঠাবেন? উত্তরে হার্দিক পান্ডিয়া ‘প্রথমেই যাঁর নাম বলব, সেটা হল রাফায়েল নাদাল। তাঁর মধ্যে লড়াকু মনোভাব রয়েছে। এক্কেবারে শেষ অবধি লড়ে যাওয়ার তাগিদ রয়েছে। তাই আমি নাদালকেই প্রথম ওটা (হার্দিক পান্ডিয়া পারফরম্যান্স ওয়্যার) পাঠাতে চাই। দ্বিতীয়ত আমি তা পাঠাতে চাই নোভাক জকোভিচকে। আর তৃতীয়ত আমি তা পাঠাতে চাই লিওনেল মেসিকে।’
@hardikpandya93 “I would love to send my brand cloths to Nadal, Novak, Messi.#HardikPandya𓃵pic.twitter.com/VjGmq4GSlt
— विवेक (@vivek7218) July 21, 2024
‘Hardik Pandya Performance Wear’ এর বিভিন্ন জিনিস কেনা যাবে ফ্যানকোড শপ থেকে। ফ্যানকোড স্পোর্টসের সঙ্গে কোলাবোরেশন করেছেন হার্দিক পান্ডিয়া। ব্যবসায় দুনিয়ায় যে হাত পাকিয়ে রাখতে চাইছেন বরোদার অলরাউন্ডার, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ভারতীয় টিমের একাধিক ক্রিকেটাররা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। সেই তালিকায় কিছু দিন আগেই নবতম সংযোজন হার্দিক পান্ডিয়া।
For me, nothing compares to the feeling of winning when no one expects it.
Introducing the Hardik Pandya Performance Wear Collection designed for athletes and fitness enthusiasts who dream it, believe it, and make it happen.
The range is now live only on @FanCodeShop.Get it… pic.twitter.com/GzsjbZtgAm
— hardik pandya (@hardikpandya7) July 24, 2024