Paris Olympics 2024, Update: অলিম্পিক ‘শুরু’, প্রেমের শহরে এবার পদক জেতার পালা
Paris Olympics 2024, Opening Ceremony: সরকারি ভাবে অলিম্পিকের শুরু হল বলা যায়। শ্যেন নদীতে সেনশনাল অনুষ্ঠান। বোটে করে আসছেন বিভিন্ন দেশের অ্যাথলিটরা। উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। রয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ।
গ্রেটেস্ট শো অন আর্থ। অবশেষে সরকারি ভাবে শুরু হচ্ছে অলিম্পিক। বেশ কিছু ইভেন্ট ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। সরকারি ভাবে অলিম্পিকের শুরু হল বলা যায়। শ্যেন নদীতে সেনশনাল অনুষ্ঠান। বোটে করে আসছেন বিভিন্ন দেশের অ্যাথলিটরা। উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। রয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ। আর কী হচ্ছে, আপডেট আকারে পাবেন এই লিঙ্কেই।
- প্রেমের শহর প্যারিস। স্থানীয় সময় আগের রাত থেকে অবশ্য পরিস্থিতি কিছুটা জটিল ছিল। ফ্রান্সের একাধিক ট্রেন লাইনে হানা। যার জেরে খুবই অস্বস্তিকর একটি পরিস্থিতি ছিল। এ ছাড়াও গেমস ভিলেজে কোভিড আক্রান্ত হয়েছেন অ্যাথলিট। এখনও অবধি উদ্বোধনী অনুষ্ঠানে কোনও প্রভাব পড়েনি। প্রত্যাশা করা হচ্ছে সুন্দর ভাবেই এগিয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান।
- লেডি গাগা! তাঁর স্পেশাল পারফরম্যান্স। প্রেমের শহর প্যারিসে যেন আরও রং ছড়াল। একটি করে বোট এগিয়ে যাচ্ছে শ্যেন নদীর বুক চিরে। ব্রাজিল…টিমের বোট আসতেই সকলের যেন সেই গানটা মনে পড়ে গেল, ব্রাজিল…!
…Gaga oh la la!
Excuse us as we pick our jaws off of the floor 🤯 @ladygaga just blew us away with a dazzling French cabaret performance at the #Paris2024 #OpeningCeremony! pic.twitter.com/oXBtU8wit3
— The Olympic Games (@Olympics) July 26, 2024
- মিস্ট্রি ম্যান-ওম্যান! উদ্বোধনী অনুষ্ঠানের মাঝেই দেখা যাচ্ছে একজন অলিম্পিক মশাল নিয়ে দৌড়চ্ছেন। এক ছাদ থেকে আর এক ছাদ! কোনও ট্র্যাফিক জ্যামে পড়তে হবে না, নিশ্চিত। তবে তাঁর মুখ দেখা যাচ্ছে না। এ যেন রহস্যময় কোনও একজন, নো-বডি!
La vie en rose. 🌹
23 delegations are parading along the river Seine.
But wait, who’s that mysterious torchbearer?#Paris2024 #OpeningCeremony pic.twitter.com/Lj05ULigkd
— The Olympic Games (@Olympics) July 26, 2024
- হার্ডওয়ার্ক মিউজিক…! যাঁরা না থাকলে এই গেমস কোনও ভাবেই করা যেত না। গেমস ভিলেজ তৈরি থেকে পরিকাঠামো গড়ে তোলা। পদক তৈরি। যে পদক জেতার জন্যই চার বছর অপেক্ষা করে থাকেন বিশ্বের সমস্ত অ্যাথলিট এবং ক্রীড়াপ্রেমীরা। এই কাজের সঙ্গে সমস্ত শ্রমিকদের বিশেষ শ্রদ্ধা। টর্চ বিয়ারার সেই মিস্ট্রি ম্যান হয়ে গেলেন বাক্স-বন্দী। মিউজিকের প্রতিটা বিট-হৃদয়ে ধাক্কা মারবেই।
- ছড়িয়ে দেওয়া হচ্ছে ভালোবাসার ভাইরাস! সেন্টার স্টেজে আয়া নাকামুরা। স্পেশাল পারফর্ম করছেন তিনি। সঙ্গে ফ্রেঞ্চ রিপাবলিক গার্ডের অর্কেস্ট্রা।
- এই অপেক্ষাতেই ছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.১৫ নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের অ্যাথলিটদের দেখা যায়। অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু এবং অভিজ্ঞ টিটি প্লেয়ার শরথ কমলের হাতে দেশের পতাকা। তাঁদের কাঁধে দেশের প্রত্যাশাও। শুধু তাঁরাই নন, এ বারের অলিম্পিকে প্রত্যাশা অনেক অনেক বেশি। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল গত বার। টোকিও অলিম্পিকে সাতটি পদক জিতেছিল ভারত। এ বার টার্গেট অন্তত ১০। উদ্বোধনী অনুষ্ঠানে আত্মবিশ্বাসী ভারতীয় অ্যাথলিটরা যেন সেই ভরসাই দিলেন।
The party on the Seine continues!
24 more delegations have arrived. They’re floating along the Seine to the sound of dreamy French piano. 🎹#Paris2024 #OpeningCeremony pic.twitter.com/09IHSTcCsX
— The Olympic Games (@Olympics) July 26, 2024
- এই ভিডিয়ো যেন ভরসা দেয়- চিয়ার ফর টিম ইন্ডিয়া
With the tricolor held high, Team India strides into the Paris 2024 Opening Ceremony.
United by passion and driven by dreams. Let’s go, #TeamIndia! 🇮🇳
#Olympics2024 #OpeningCeremony #Paris2024 pic.twitter.com/FloCb5CDmH
— Doordarshan Sports (@ddsportschannel) July 26, 2024
- প্রেমের শহরে এবার পদক জেতার পালা: বেশ কিছু ইভেন্ট আগেই শুরু হয়েছিল। অবশেষে উদ্বোধন হল প্যারিস অলিম্পিকের। উদ্বোধনী অনুষ্ঠানের নেশন্স প্যারেডে অপেক্ষা ছিল ভারতের। সেই অপেক্ষা পূরণ হল ভারতীয় সময় রাত ১২.১৫ নাগাদ। আদরের নৌকোয় ভারতের অ্যাথলিটরা। দেশের পতাকা হাতে অলিম্পিকে জোড়া পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। সঙ্গী অভিজ্ঞ টিটি প্লেয়ার শরথ কমল। সঙ্গে দেশের অন্যান্য অ্যাথলিটরা। শ্যেন নদীতে সেনসেশনাল উদ্বোধনী অনুষ্ঠান। দেখা গেল টর্চ বিয়ারার মিস্ট্রি ম্যানকেও। লেডি গাগার পারফরম্যান্স থেকে শুরু করে নানা অনুষ্ঠান। যেন ছড়িয়ে দেওয়া হল ভালোবাসার ‘ভাইরাস’। প্রেমের শহর প্যারিসে এবার পদক জেতার পালা। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা সাফল্য ছিল টোকিওতে। সাতটি পদক জিতেছিল ভারত। প্যারিসে টার্গেট অন্তত দশ। সেই প্রত্যাশা পূরণের সফর শুরু আজ থেকেই।