REAL MADRID: আট গোলের থ্রিলারে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
CLUB WORLD CUP: আরও এক বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মরক্কোতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়ে খেতাব জিতল রিয়াল। আট গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদের জয় ৫-৩ ব্যবধানে। রুদ্ধশ্বাস একটা ম্যাচ উপহার দিল দু-দলই। সৌদি আরবের ফুটবল কতটা উন্নতি করেছে, সেটা এ বার দেখা গিয়েছে কাতার বিশ্বকাপেই। আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই হারিয়েছিল সৌদি আরব। জাতীয় দলের ১৩ জন ফুটবলারই ছিলেন এই আল হিলাল ক্লাবের। তাদের বিরুদ্ধে রিয়ালের ম্যাচ রুদ্ধশ্বাস ভাবেই সমাপ্তি হল। সব মিলিয়ে ৫ বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পুরনো টুর্নামেন্ট অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল টুর্নামেন্ট ধরলে আট বার চ্যাম্পিয়ন হল স্প্য়ানিশ ক্লাব।
Most Read Stories