Saina Nehwal: ক্রিকেট আর বলিউডই তো… ঠিক যে জায়গায় কড়া বার্তা সাইনার মুখে
অনেকেই বলেন, যদি সত্যিই খুব নিবিড়ভাবে দেখা হয়, তা হলে নজরে পড়বে যে, ভারতীয় ক্রিকেট টিম যতটা জনপ্রিয়, ঠিক ততটা জনপ্রিয় খেলা দেশে আর নেই। বেশ কিছু খেলা নিয়ে ভারতে মাতামাতি হয় ঠিকই, কিন্তু সব কিছুকে টেক্কা দেয় ক্রিকেট।
কলকাতা: ভারতে ক্রিকেটে সুযোগ সুবিধা বেশি। এ কথা বলে দেশের একাধিক ক্রিকেট ভক্তর নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালকে (Saina Nehwal)। অনেকেই বলেন, যদি সত্যিই খুব নিবিড়ভাবে দেখা হয়, তা হলে নজরে পড়বে যে, ভারতীয় ক্রিকেট টিম যতটা জনপ্রিয়, ঠিক ততটা জনপ্রিয় খেলা দেশে আর নেই। বেশ কিছু খেলা নিয়ে ভারতে মাতামাতি হয় ঠিকই, কিন্তু সব কিছুকে টেক্কা দেয় ক্রিকেট। সম্প্রতি এক পডকাস্টে সাইনা পরিষ্কার জানিয়েছেন, দেশের ক্রিকেটারদের জন্য যে সুযোগ সুবিধার ব্যবস্থা আছে, তা অন্য খেলাগুলোতেও থাকলে ভারতেই ক্রীড়ার উন্নতি হবে। আর না হলে ক্রিকেট ও বলিউডেই দেশ আটকে থাকবে…
সাইনার কথায়,’আমি একবারও বলিনি ক্রিকেট কঠিন খেলা নয়, আর ব্যাডমিন্টনই একমাত্র কঠিন খেলা। আমি টেনিস, সুইমিং সব কঠিন খেলার নাম নিয়েছিলাম। ক্রিকেট, ফুটবল খেলা সহজ নয়। সব খেলাই কঠিন। প্রত্যেক খেলা নিজের জায়গায় সেরা। কিন্তু আমি বলতে চাই অন্য খেলাগুলোকেও গুরুত্ব দিতে হবে। না হলে স্পোর্টিং সংস্কৃতিই তৈরি হবে না। ক্রিকেট, বলিউড ছাড়া আর কী আছে। সেটাই আমাদের ফোকাস হয়ে যায়। মাঝে মাঝে হয়তো আমরাই পাশে দাঁড়াব কোনও অ্যাথলিটের। বলব ও তো পদক জিতেছে। ৪-৫টা পদক নিয়েই কী থেমে যেতে হবে? তা তো নয়। তাই আমি বলেছিলাম, সব খেলার পাশে দাঁড়াতে।’
সব খেলাই কঠিন। সেটাই মনে করেন সাইনা। নিজে ব্যাডমিন্টন খেলেন বলে আর কোনও খেলায় ঝুঁকি নেই, সে কথাও বলেননি তিনি। হায়দরাবাদের শাটলার বলেন,’ক্রিকেট তো মরার জন্য বা মারার জন্য খেলা হয় না। খেলায় হার-জিত থাকে। দেশকে গর্বিত করাটাই আসল। ব্যাডমিন্টন এমন একটা খেলা, যেখানে হাত উপরে তুলে খেলতে হয়। যার ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। যতই ফিট হোন না কেন হাত উপরের দিকে তুলে খেললে হৃদস্পন্দন বাড়ে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যে ক্রিকেটে কতজনের মৃত্যু হয়েছে বা ব্যাডমিন্টনে কারও হার্ট অ্যাটাক হয়েছে কিনা। আমি অবশ্য ব্যাডমিন্টনে অনেক সময় এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি হয়েছে।’