TOKYO OLYMPICS 2020: সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক বজরং পুনিয়া

ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান।

TOKYO OLYMPICS 2020: সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক বজরং পুনিয়া
TOKYO OLYMPICS 2020: সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক বজরং পুনিয়া

টোকিও: এক মাসের ষজ্ঞ শেষ। এ বার বাড়ি ফেরার পালা। আজ অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান (Olympics closing ceremony)। টোকিওয় সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন ১০ অফিসিয়াল। অ্যাথলিটদের (Athletes) জন্য কোনও বাধ্যবাধকতা নেই। সিন্ধু, চানুরা ফিরে আসলেও নীরজ, মনপ্রীতরা এখনও আছেন টোকিওয়। অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা।

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেকি সাজে দেখা গিয়েছিল ভারতীয় অ্যাথলিটদের। তবে সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাক শুট পতাকাবাহক বজরং পুনিয়া (Bajrang Punia)। আগেই ঘোষণা হয়েছিল, সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হবেন বজরং। গতকালই ৬৫ কেজিতে ব্রোঞ্জ পান এই কুস্তিগির। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহক ছিলেন হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং আর বক্সার মেরি কম। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান।

ভারতীয় অলিম্পিক সংস্থার নিয়ম অনুযায়ী, সোনাজয়ী নীরজ চোপড়া আগামী দিনে এশিয়ান গেমস আর কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহক হবেন। কোভিড বিধি মেনে সূচনা অনুষ্ঠানে ভারতের ৬ অফিসিয়ালকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০

Click on your DTH Provider to Add TV9 Bangla